ফুটবলার সাদ ৬ মাস নিষিদ্ধ
প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৭:০৮

বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিনকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ছয় মাস নিষিদ্ধ হলেও খুব বেশি সময় তাকে বাইরে থাকতে হচ্ছে না।
বৃহস্পতিবার (১৫ মে) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদের নিষেধাজ্ঞার কথাটি জানায় বাফুফে।
জুলাই থেকে শুরু হবে নতুন মৌসুমের দলবদল। অক্টোবর-নভেম্বরে পরবর্তী মৌসুম মাঠে গড়াতে পারে। এই শাস্তির বিপরীতে সাদ আপিল করলে খানিকটা মওকুফেরও সুযোগ রয়েছে।
লাল কার্ড পাওয়ার পর দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন কিংসের এই ফুটবলার। যা নিয়ে ডিসিপ্লিনারি কমিটির প্রথম সভায় সাদ উদ্দিনকে শোকজ করা হয়। সেই শোকজের প্রেক্ষিতে তিনি অপরাধ স্বীকার করে ফেডারেশনে ফিরতি চিঠি দিয়েছেন।
সাদের অপরাধ ও ম্যাচ কমিশনারের রিপোর্ট সবকিছু পর্যালোচনা করে ডিসিপ্লিনারি দ্বিতীয় সভায় তাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১৪ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।
১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে বাংলাদেশের। বাফুফে আয়োজিত সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ায় জাতীয় দলেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
কাজী সালাউদ্দিনের বিগত কমিটি ২০২৩ সালের ৫ অক্টোবর একটি সিদ্ধান্ত নিয়েছিল, কোনো ফুটবলার ক্লাবে নিষিদ্ধ থাকলে জাতীয় দলের জন্য বিবেচ্য হবে না।
২০২৩ সালে কিংসের ফুটবলাররা মদকাণ্ডে সাজা পাওয়ার পর জাতীয় দলে ডাক পাননি। সাদ উদ্দিনের ক্ষেত্রেও সেই আইন প্রযোজ্য হওয়ার কথা। কারণ তিনি স্বয়ং বাফুফে থেকে আগামী ৬ মাসের জন্য সাজাপ্রাপ্ত ।
এতে এশিয়ান কাপ বাছাইয়ের ১০ জুনের পাশাপাশি ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচেও তার খেলার কথা নয়।
সাদ উদ্দিনের পাশাপাশি বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিও চার ম্যাচ নিষিদ্ধ থাকছেন। ফলে চলতি মৌসুমে তিনি আর ডাগআউটে দাঁড়াতে পারবেন না। ভবিষ্যতের জন্য তাকে কড়া সতর্কতা প্রদান করা হয়েছে।