মেসিকে আয়ে ফের পেছনে ফেললেন রোনালদো

প্রকাশ | ১৬ মে ২০২৫, ১৮:০৩ | আপডেট: ১৬ মে ২০২৫, ১৮:২৪

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো 

আরও একটি শিরোপাশূন্য মৌসুম কাটছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করছেন পর্তুগিজ মহাতারকা, গোলের পর গোল করে চলেছেন। মাঠের বাইরেও দারুণ সফল তিনি। টানা তৃতীয়বার ফোর্বস সাময়িকীর বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে আছেন এই ফরোয়ার্ড।

ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি এবার পিছিয়েছেন দুই ধাপ, গতবার পিছিয়েছিলেন এক ধাপ। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই বছরের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করে ফোর্বস। সব মিলিয়ে পঞ্চমবার এর চূড়ায় থাকলেন রোনালদো।

সৌদি আরবের ক্লাব আল নাস্রে খেলা রোনালদোর আয় ২৭ কোটি ৫০ লাখ ডলারের আশেপাশে। গত বছরের তুলনায় তার আয় এক কোটি ৫০ লাখ ডলার বেড়েছে। এতে বড় অবদান তার মাঠের বাইরের এন্ডোর্সমেন্টের, যার পেছনে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিশাল অনুসারীদের। মে মাসের হিসাব অনুযায়ী, পর্তুগাল অধিনায়কের অনুসারী ৯৩ কোটি ৯০ লাখ।

দ্বিতীয় স্থানে উঠে এসেছেন গোল্ডেন স্টটে ওয়ারিয়র্সের স্টিভেন কারি। গত মার্চে এনবিএর প্রথম খেলোয়াড় হিসেবে চার হাজার ক্যারিয়ার থ্রি-পয়েন্টার্স স্পর্শ করেন তিনি। এই বাস্কেটবল গ্রেটের আয় ১৫ কোটি ৬০ লাখ ডলার।

১৪ কোটি ৬০ লাখ ডলার আয় নিয়ে তিনে উঠে এসেছেন বক্সার টাইসন ফিউরি। ১৩ কোটি ৭০ লাখ ডলার আয় নিয়ে চারে আছেন ডালাস কাউবয়েস কোয়ার্টারব্যাক ডাক প্রেসকট। গত বছরের সমানই আছে মেসির আয়- ১৩ কোট ৫০ লাখ ডলার। ইন্টার মায়ামি ফরোয়ার্ডের আছে অ্যাডিডাস ও অ্যাপলের আকর্ষণীয় অ্যান্ডোর্সমেন্ট।

ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে থাকা লেব্রন জেমস ১৩ কোটি ৩৮ লাখ ডলার আয় নিয়ে আছেন ছয়ে। সাতে থাকা বেসবল দল নিউইয়র্ক মেটসের আউটফিল্ডার হুয়ান সোতোর আয় ১২ কোটি ৪০ লাখ ডলার।

সেরা দশে থাকা তৃতীয় ফুটবলার কারিম বেনজেমা। আল-ইত্তিহাদ স্ট্রাইকারের আয় ১০ কোটি ৪০ লাখ ডলার। পরের দুটি জায়গায় আছেন বেসবল দল লস এঞ্জেলস ডজার্সের সোহেই ওহতানি (১০ কোটি ২৫ লাখ ডলার) ও বাস্কেটবল দল ফিনিক্স সান’সের কেভিন ডুরান্ট (১০ কোটি ১৪ লাখ ডলার)।