বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

প্রকাশ | ১৭ মে ২০২৫, ১৯:৩৫ | আপডেট: ১৭ মে ২০২৫, ১৯:৪৪

ক্রীড়া ডেস্ক
বিসিবি সভাপতি ফারুক আহমেদ

তিন অভিযোগের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রিকেট বোর্ডে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযান চালায় দুদক। 

অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বিসিবির টাকা ট্রান্সফার নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে দুদকের চার সদস্যের একটি দল রাজধানীর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করে। বিসিবি কার্যালয়ে বিভিন্ন নথি সংগ্রহ ও তদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিযানের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক রাজু আহমেদ।

তদন্ত কার্যক্রম শেষে দুদক কর্মকর্তা রাজু আহমেদ সাংবাদিকদের বলেছেন ২৩৮ কোটি টাকা ট্রান্সফার নিয়ে ফারুককে জিজ্ঞাসাবাদ করা হবে, ‘আমরা ব্যাংকিং খাতের ট্রান্সফারের বিষয়ে উনার (ফারুক আহমেদ) সঙ্গে কথা বলবো। প্রকৃত বিষয় জানার চেষ্টা করবো।’

দুদক মূলত বিসিবির নানাবিধ আর্থিক, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি নিয়ে কাজ করছে। এর আগে গত ১৫ এপ্রিল দুপুর ১২টার দিকে বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদকের তিন সদস্যের একটি বিশেষ দল।