ইমনের শতকের পর আমিরাতের লড়াই ছাপিয়ে বাংলাদেশের জয়
প্রকাশ | ১৮ মে ২০২৫, ০৮:৫৬

চলতি বছরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই দারুণ জয় তুলে নিল বাংলাদেশ।
শারজাহতে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পেয়েছে লিটন দাসের দল।
প্রথমে ব্যাট করে পারভেজ ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়ে ১৯১ রানের সংগ্রহ পায়।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৪ রানে গুটিয়ে যায় আরব আমিরাত, তাতে ২৭ রানের জয়ে ১-০ তে এগিয়ে রইল টাইগাররা।
১৯২ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। ওপেনিং জুটিতে আসে ৪০ রান।
কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের বোলাররা।
হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও শেখ মেহেদীরা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন।
ওয়াসিমের ৩৯ বলে ৫৪ এবং আসিফ খানের ২০ বলে ৪২ রানের ইনিংস ছাড়া কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।
ইনিংসের শেষ ওভারে শেখ মেহেদীর জোড়া আঘাতে ১৬৪ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত।