আন্তর্জাতিক টি২তে বিশ্বরেকর্ড মুস্তাফিজের

প্রকাশ | ১৮ মে ২০২৫, ১৫:৩৯

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কাটার মাস্টার মুস্থাফিজুর রহমান 

শারজাহতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে আরব আমিরাত টিকে ছিল অনেকটা সময় পর্যন্ত। তবে মুস্তাফিজুর রহমান বারবারই ম্যাচটা টেনে আনেন বাংলাদেশের দিকে। যদিও উইকেট ছিল ১টি। তবে মূল কাজের কাজটা করে দিয়েছে ডট বলগুলোই। দুই ডেথ ওভারে করেছেন মোট সাতটি ডট বল। এর ফলেই টি২০তে বিশ্বরেকর্ড গড়েছেন কাটার মাস্টার।

টি২০তে মুস্তাফিজের ইতিহাসটাও হয়েছে ওই ৭ ডট বলের কল্যাণে। টি২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার। আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার ওপরে। শনিবার রাতে (১৭ মে) সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়।

এখনও পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। 

ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল

       নাম                              ডটবল                 দেশ

মুস্তাফিজুর রহমান                ৩০০               বাংলাদেশ
ক্রিস জর্ডান                          ২৪১                ইংল্যান্ড
টিম সাউদি                            ২৪০               নিউজিল্যান্ড
হারিস রউফ                          ২২২                পাকিস্তান
জাসপ্রিত বুমরাহ                   ২০৮                ভারত

তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মুস্তাফিজ আছেন তিনে। সেদিন বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মুস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান। বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে। 

তালিকায় উইকেটের দিক থেকে মুস্তফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মুস্তাফিজের উইকেট ৬৩। 

উল্লেখ্য, আইপিএলে খেলতে খুব তাড়াতাড়ি দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন মুস্তাফিজ। তার আগেই বিশ্বরেকর্ড গড়লেন বাংরাদেশের কাটার মাস্টার।