সিরিজ বাঁচাতে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ
প্রকাশ | ২১ মে ২০২৫, ১২:২০ | আপডেট: ২১ মে ২০২৫, ১২:২১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে সমতায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি জিততে দুই দলই মরিয়া হয়ে আছে।
বুধবার (২১ মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি।
পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায়, গত ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল টাইগাররা। শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। তা ২০২১ সালের ২৫ জুলাই।
এরপর থেকে পরের প্রায় ৩ বছর ৯ মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচের মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি বাংলাদেশের। তবে আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না টাইগাররা।
আর সেই তাড়না থেকেই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এ ছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভাবনা রয়েছে। বরাবরের মতোই তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি।
যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।