মুস্তাফিজকে নিয়েই মাঠে নামল দিল্লি ক্যাপিটালস

প্রকাশ | ২১ মে ২০২৫, ২০:৩৭

ক্রীড়া ডেস্ক
 বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বুধবার রাতে অঘোষিত নকআউট ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে জয় তুলতে না পারলে প্লে-অফের লড়াই থেকে ছিটকে যাবে দিল্লি। 

বুধবার (২১ মে) গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল না থাকায় আজকে দলকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসসম্যান ফাফ ডু প্লেসিস।

এ ছাড়াও একাদশে রয়েছে টাইগার পেসার মুস্তস্তাফিজুর রহমান। এর আগে নিজের প্রথম ম্যাচে সেইভাবে আলো ছড়াতে পারেননি তিনি। তিন ওভার বল করে উইকেট শূন্য থেকে ২৪ রান খরচ করেন তিনি।

দিল্লি ক্যাপিটালস (একাদশ): ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অভিষেক পোরেল, সমীর রিজভি, ট্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, দুষ্মন্ত চামেরা, মোস্তাফিজুর রহমান ও মুকেশ কুমার।