১৭ বছর পর ট্রফি জয়ের স্বাদ পেল টটেনহ্যাম
প্রকাশ | ২২ মে ২০২৫, ০৯:২২

দীর্ঘ ১৭ বছরের ট্রফিখরা কাটিয়ে ইউরোপা লিগ জিতে আবারও ইতিহাস গড়ল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার।
বৃহস্পতিবার রাতে স্পেনের বিলবাও শহরের সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে ‘স্পারস’রা।
২০০৮ সালের লিগ কাপ জয়ের পর এই প্রথম কোনো বড় ট্রফি জিতল টটেনহ্যাম।
একই সঙ্গে নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা, যদিও প্রিমিয়ার লিগে ক্লাবটি বর্তমানে রয়েছে ১৭তম স্থানে।
ফাইনালের প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রেনান জনসন। পাপে মাতার সার-এর ডানদিক থেকে আসা একটি ক্রসে জনসন লুক শ’কে পরাস্ত করেন।
বলটি দু’জন খেলোয়াড়ের গায়ে লেগে ধীরে ধীরে গোলরক্ষক আন্দ্রে ওনানার পাশ দিয়ে জালে জড়ায়।
এটি ছিল কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে টটেনহ্যামের পক্ষে ২০০৮ সালের পর করা প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালালেও ইউনাইটেড ছিল নিষ্প্রাণ। বারবার আক্রমণ করেও ভাঙতে পারেনি টটেনহ্যামের শক্ত রক্ষণভাগ। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন রাসমুস হøইলুন্ড।
গোলরক্ষক ভিকারিও বল ফসকালে তার হালকা চিপ শটটি গোললাইন থেকে দুর্দান্তভাবে সেভ করেন ডিফেন্ডার মিকি ফন দ্য ফেন।
ম্যাচের শেষ সময়ে পেনাল্টির দাবি ওঠে লুক শ'য়ের ওপর পেদ্রো পোরোর একটি ট্যাকলের ঘটনায়, তবে রেফারি সেটি নাকচ করে দেন। অতিরিক্ত সময়ে শ’য়ের হেডার ঝাঁপিয়ে রক্ষা করেন ভিকারিও।
শেষ পর্যন্ত ব্রেনান জনসনের একমাত্র গোলে জয় নিশ্চিত করে টটেনহ্যাম।
এই জয় তাদের ইউরোপা লিগের ইতিহাসে তৃতীয় শিরোপা। এর আগে ১৯৭২ এবং ১৯৮৪ সালে এই প্রতিযোগিতা জিতেছিল ক্লাবটি।
ম্যাচ শেষে টটেনহ্যাম কোচ আঞ্জে পোস্তেকগলু বলেন, ‘আমি সবসময় আমার দ্বিতীয় মৌসুমে কিছু না কিছু জিতি।
এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি যা বলি, বিশ্বাস করেই বলি।’
এই জয় দিয়ে টটেনহ্যাম ফিরছে চ্যাম্পিয়ন্স লিগে, দুই মৌসুমের বিরতির পর।
পাশাপাশি, আগামী আগস্টে উডিনেতে উয়েফা সুপার কাপ ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইন বা ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এটি আরেকটি হতাশাজনক রাত।
এই হারে তারা ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে এবং প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে হেরে গেলে টটেনহ্যামের নিচে নেমে যেতে পারে। দুই দলই এখন লিগে সর্বোচ্চ ১৪তম স্থানে থেকে মৌসুম শেষ করতে পারবে।