লিটনদেরকে দুর্ভাগা বললেন আমিরাতের অধিনায়ক

প্রকাশ | ২২ মে ২০২৫, ১৫:৫৭

ক্রীড়া ডেস্ক
 বাংলাদেশকে হারিয়ে সিরিজের ট্রফি হাতে আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মাদ ওয়াসিম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে (২-১) ব্যবধানে জিতে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আর প্রতিটিতে ম্যাচে টসে জিতেছে স্বাগতিকরা। যে কারণে টাইগারদের হারানোর কাজটা সহজ হয়েছে তাদের কাছে। তাইতো টানা তিন ম্যাচে টস হারায় বাংলাদেশকে দুর্ভাগা বলে মন্তব্য করেছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মাদ ওয়াসিম।

মুরুর বুকে এভাবেও সিরিজ হারা যায়, বাংলাদেশ দলকে না দেখলে হয়তো বিশ্বাস করা কষ্ট হতো। সাম্প্রতিক ফর্ম ভালো ছিল না। মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে দেশের ক্রিকেট ছিল টালমাটাল। তার পরও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারবে, তা বোধহয় খোদ আরব আমিরাতের ক্রিকেটাররাও ভাবেননি।

না ভাবলেও ঘটেছে এমনটিই। তিন ম্যাচ টি২০ সিরিজে বাংলাদেশকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে আরব আমিরাত। প্রথম ম্যাচ হারের পর শেষ দুটিতে জিতে ইতিহাস গড়েছে স্বাগতিকরা। বুধবার (২১ মে) রাতে সিরিজের শেষ টি২০ ম্যাচে দলটি জিতেছে ৭ উইকেটে। সিরিজ জেতা আরব আমিরাত অধিনায়ক নিজেদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে অভাগা বলে আখ্যা দিলেন।

আরব আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা টেস্ট খেলে। কিন্তু, আমরা তিনটি ম্যাচেই রান তাড়া করে  দুটি ম্যাচে জিতেছি। আমরা এখানে এভাবে খেলার চেষ্টা করেছি। শারজার উইকেটে সব দলের জন্যই পরে বোলিং করা ভীষণ কঠিন কাজ। বাংলাদেশ ভালো খেলেছে। এটি তাদের দুর্ভাগ্য।’

সিরিজের তিন ম্যাচেই নিজেদের দাপট দেখিয়েছে স্বাগতিক আরব আমিরাত। প্রথম ম্যাচে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হেরে গেলেও পরের দুই ম্যাচে ঠিকই জয় বের করে নিয়েছে। বাংলাদেশকে সিরিজ হারিয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে নিজেদের শক্তিমত্তারও বার্তা দিয়ে রাখল তারা। 

সিরিজ জেতা নিয়ে আমিরাত অধিনায়কের ভাষ্য,‘ সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং সিরিজ ছিল। টেস্ট খেলুড়ে দল। আমরা সহযোগী। দল হিসেবে আমরা যেভাবে খেলেছি, ছেলেরা যা দেখিয়েছে সবকিছুই দুর্দান্ত ছিল।

তিনি আরও বলেন, ড্রেসিংরুমে আমাদের মধ্যে কথা হচ্ছিল পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। কন্ডিশনও ভালো আছে। ২০০ রানও অনেক সময় ১৮০ রান হয়ে যায় এমন জায়গায়। টি২০তে ১ জন, ১-২ ওভারে রান বের করে ফেলে যায়। ১৬০ রান চেইজ করা যাবে এই বিশ্বাসটা ছিল। আলিশান (শারাফু) এবং আসিফ (খান) কাজটা সহজ করে দিয়েছেন।

নিজেদের নিয়ে আমিরাতের অধিনায়ক ওয়াসিম বলেন, ‘এটি অসাধারণ অর্জন। আমাদের দলের সবাইকে ধন্যবাদ। সবাই নিজেদের উজাড় করে দিয়েছেন। সত্যি বলতে আমি ভীষণ খুশি। ম্যানেজমেন্টের সবাইকে অভিনন্দন জানাব। এই সিরিজটা আমাদের কাছে অনেক কিছু। ভবিষ্যতের জন্য এটি আমাদেরকে দারুণ সাহায্য করবে।’