সাকিব-রিশাদকে নিয়ে ব্যাটিংয়ে লাহোর কালান্দার্স

প্রকাশ | ২৩ মে ২০২৫, ২১:০৮ | আপডেট: ২৩ মে ২০২৫, ২১:১৫

ক্রীড়া ডেস্ক
ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন সাকিব ও রিশাদ হোসেন

সাকিব আল হাসানকে একাদশে না রাখার কোনো কারণ নেই।  আগের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৪ রান খরচায় ১ উইকেট পান তিনি। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। তবে তিনজনকে এক সঙ্গে মাঠে দেখার অপেক্ষা আরো বাড়ছে। শুক্রবার (২৩ মে)  ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন সাকিব ও রিশাদ হোসেন।


আজ শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবকে একাদশে নিয়েই দল সাজিয়েছে লাহোর কালান্দার্স। এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করছে লাহোর। ম্যাচটি শুরু হয়ে বাংলাদেশ সময় রাত ৯টায়। সাকিব গত ম্যাচেও একাদশে ছিলেন। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ না পেলেও বল হাতে ভালো পারফর্ম করেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এক ওভারে ৪ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। তাই একাদশে টিকে গেছেন সাকিব।

একাদশে ফিরেছেন আরেক বাংলাদেশি রিশাদ হোসেন। এই লেগিকে জায়গা করে দিতে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার জামান খান। লাহোরের একাদশে এই একটিই পরিবর্তন এসেছে। দলের সঙ্গে নতুন যোগ দেওয়া মেহেদি হাসান মিরাজকে বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে। এখনো অভিষেকের অপেক্ষায় আছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।


লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহিন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন, হারিস রউফ।

ইসলামাবাদ ইউনাইটেড একাদশ : সাহেবজাদা ফারহান, রাসি ফন ডের ডুসেন, হায়দার আলি, আগা সালমান, শাদাব খান, জেমস নিশাম, ইমাদ ওয়াসিম, টাইমাল মিলস, নাসিম শাহ, মুহাম্মদ শাহজাদ, সালমান ইরশাদ।