দ্বিতীয় চারদিরে ম্যাচ
নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে সিরিজ হার বাংলাদেশের
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৭:২৪ | আপডেট: ২৪ মে ২০২৫, ১৭:৩০

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ৩৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা সংগ্রহ করে ৩৭৯ রান। ফলে নিউজিল্যান্ড লিড পায় ২২ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন অফ স্পিনার নাঈম হাসান।
আজ শনিবার (২৪ মে) ম্যাচের চতুর্থ ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান তোলার পর নির্ধারিত সময়ের আগেই দুই দলের সম্মতিতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। এর আগে চতুর্থ দিনে ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। ১৬৭ বলে ১০৩ রানের ইনিংস খেলে বিদায় নেন কেলি। অন্যদিকে ম্যাথু বয়লে খেলেছেন ৯৯ বলে ৫৮ রানের ইনিংস। এরপর দ্রুত উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
আর শেষ দিকে ৫৬ বলে ২৭ রান করেন ডিন ফক্সক্রফট। এছাড়া জেডন লেনক্স ৬১ বলে করেছেন ২০ রান। ১২৫.২ ওভারে ৩৭৯ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ৪ উইকেট শিকার করেন নাঈম হাসান। ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নিয়েছেন হাসান মুরাদ এবং সাইফ হাসান।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের ২৯ রানে হারায় এনামুল হক বিজয়কে। এরপর সাইফ হাসান এবং জাকির হাসান জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩০ বলে ১৬ রান করে বিদায় নেন সাইফ হাসান। এরপর অমিত এবং জাকির মিলে বাকিটা সময় ব্যাটিং করেন।
এদিন ২ উইকেট হারিয়ে ৮৭ রান তোলার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ৫৫ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন জাকির। ৩৬ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন অমিত। নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন বেন লিস্টার এবং জাকারি ফুলকস।