কিশোরগঞ্জে মাদকবিরোধী প্রীতি ভলিবল খেলা
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৮:০৫ | আপডেট: ২৪ মে ২০২৫, ২০:১৩

মাদক ব্যবহার রোধে মাদকবিরোধী প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে।
২৪ মে বিকেলে পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুস্তাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনান্য কর্মকর্তাগণ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব এনায়েত হোসেন পরিচালনা করেন।
উক্ত প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।
খেলায় কিশোরগঞ্জ জেলা দল দুই এক সেটে বিজয়ী হন। খেলা শেষে জেলা প্রশাসক সকল খেলোয়াড় এবং উভয় টিমের মাঝে পুরষ্কার তুলে দেন।
এবারের মাদক বিরুধী স্লোগান, ‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না।’