আনচেলত্তি-মদরিচের বিদায়ী ম্যাচে এমবাপ্পের জোড়া গোল
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১০:৩১

লা লিগার শেষ ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠেছিল আবেগঘন এক বিদায়ী উপলক্ষ। শনিবার (২৪ মে) সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ২-০ গোলে হারিয়ে মৌসুম শেষ করে লস ব্লাঙ্কোরা। আর এই জয়ে নায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি জোড়া গোল করে ক্লাবের তিন কিংবদন্তির বিদায়ের দিনে রাঙিয়ে তুললেন মঞ্চ।
এই ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিলেন কোচ কার্লো আনচেলত্তি, মিডফিল্ডের রাজপুত্র লুকা মদ্রিচ ও দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইঙ্গার লুকাস ভাসকেস। এই তিনজনকে বিদায় জানাতে ভরা গ্যালারিতে হাজির ছিলেন সমর্থকরাও। ক্লাবও আয়োজন করেছিল স্মরণীয় বিদায়ী অনুষ্ঠান।
মাঠের খেলায় প্রথমার্ধেই এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে আরও একবার জালের দেখা পান এমবাপ্পে। লা লিগায় এটি তার প্রথম মৌসুম হলেও ৩৪ ম্যাচে ৩১ গোল করে একপ্রকার নিশ্চিত করে ফেলেছেন পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলদাতার খেতাব)। দ্বিতীয় স্থানে থাকা রবার্ট লেভানদোভস্কির গোল ২৫টি (৩৩ ম্যাচে)। শুধু পিচিচিই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবেও এমবাপ্পে নিশ্চিত করেছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট।
মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৪ (২৬ জয়, ৬ ড্র, ৬ হার)। বার্সেলোনা এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, অর্থাৎ রানার্সআপ হয়েই মৌসুম শেষ করতে হয়েছে আনচেলত্তির শিষ্যদের।
তবে এক মৌসুমে সব না পেলেও, শেষ দিনে জয়, কিংবদন্তিদের বিদায় আর ভবিষ্যতের তারকার উজ্জ্বলতা সব মিলিয়ে রিয়ালের রাতটা ছিল স্মরণীয়। নতুন যুগের আগমনী বার্তা যেন দিয়ে রাখলেন কিলিয়ান এমবাপ্পে।