হাজার হাজার লিভারপুল সমর্থকের বিজয় উল্লাসে উঠিয়ে দিলো গাড়ি

প্রকাশ | ২৭ মে ২০২৫, ০৮:৩৯

যাযাদি ডেস্ক
লিভার বিল্ডিংয়ের কাছে একটি গাড়ি সমর্থকদের উপর উঠিয়ে দেয়ার পর পুলিশ এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের এবাবের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। 

এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

লিভার বিল্ডিংয়ের কাছে একটি গাড়ি সমর্থকদের উপর উঠিয়ে দেয়ার পর পুলিশ এবং জরুরি কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের এবাবের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস বলেছে, সন্দেহভাজন ৫৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এটিকে একটি "ভয়াবহ ঘটনা" হিসাবে বর্ণনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেছেন এটিকে সন্ত্রাসবাদের কাজ হিসাবে বিবেচনা করা হচ্ছে না।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা। প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার "ভয়াবহ" দৃশ্য বলে বর্ণনা করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন একটি গাড়ি শহরের কেন্দ্রস্থলে উদযাপনরত মানুষের ভিড়ের উপর চাপা দিতে দেখেছেন তারা।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে ২০ জনকে।

লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটির উপর খুব অন্ধকার ছায়া ফেলেছে।