পাকিস্তান-বাংলাদেশ সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা 

প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৭:২২

ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ও বাংলাদেশ টি২০ ম্যাচের একটি দৃশ্য-ফাইল ছবি

সফরকারী বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদেও নামের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ মঙ্গলবার (২৭ মে) তাদের নাম ঘোষণা করা হয়। আাগামীকাল বুধবার (২৮ মে) থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে টি২০ সিরিজের প্রথম ম্যাচটি।

প্রথম টি২০তে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পিসিবি ইন্টারন্যাশনাল প্যানেলের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। আইসিসি এলিট প্যানেলভুক্ত আম্পায়ার আহসান রেজা থার্ড আম্পায়ার এবং আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ফয়সাল খান আফ্রিদি চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

দ্বিতীয় টি২০তে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান আফ্রিদি। আহসান রেজা থার্ড এবং আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।

তৃতীয় ও শেষ টি২০তে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রেজা ও আসিফ ইয়াকুব। থার্ড আম্পায়ার হবেন ফয়সাল খান আফ্রিদি এবং রশিদ রিয়াজ থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। আইসিসির এলিট প্যানেল রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে পুরো সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।

মাদুগালে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮০৪টি আন্তর্জাতিক ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম আসরে সাতটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

তিন ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৮ ও ৩০ মে এবং ১ জুন। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।

পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার) ও সাইম আইয়ুব।