বিজয়ের পাশে দাঁড়ালেন শান্ত
প্রকাশ | ২৮ জুন ২০২৫, ১৭:১৩ | আপডেট: ২৮ জুন ২০২৫, ১৭:৫০

গত ২ সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারদের একজন এনামুল হক বিজয়। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটার। তবে এরপরও তার পক্ষ নিয়েছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এনামুল হক বিজয়ের বয়স এখন ৩২ বছর। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বয়সে ক্রিকেটারদের বিদায় নিয়ে চিন্তার সময় চলে আসে। কিন্তু ঠিক সেই সময়ে এসে জাতীয় দলে ডাক পেয়েছেন বিজয়। শ্রীলংকার বিপক্ষে টেস্টে ওপেনার হিসেবে তার উপর আস্থা রেখেছিলেন নির্বাচকেরা। অধিনায়কের ভরসার জায়গাতেও ছিলেন। যে কারণে দুই টেস্ট ম্যাচেই একাদশে ছিলেন তিনি।
বিজয় অবশ্য সেই আস্থার প্রতিদান দিতে পারেননি। শ্রীলংকার বিপক্ষে চার ইনিংসেই ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১০ বলে ০ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২০ বলে ৪ রান। কলম্বোতেও একই চিত্র ছিল তার ব্যাটে। এবারও প্রথম ইনিংসে ১০ বলে ০ আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১৯ বলে ১৯ রান। ফলে টেস্ট দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে।
কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর বিজয়ের ব্যাটিং নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের সফলতার কারণেই তারা বিজয়কে দলে নিয়েছিলেন। তাদের হাতে অন্য কোনও বিকল্পও ছিল না বলে স্বীকার করে নেন শান্ত, ‘বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, ৯ হাজার ফার্স্ট ক্লাস রান,
২৪টি সেঞ্চুরি, ৪৯টি ফিফটি। এরকম একটা অভিজ্ঞ খেলোয়াড়কে আমরা কেন দলে নিবো না? তো ওই চিন্তা করেই নেওয়া হয়েছিল। আমরা ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করছিল শেষ কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচে ভালো করেছে। কিন্তু তারপরে দেখা গেছে যে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তাই আমরা এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম, যার পেছনে অনেক রান আছে। যে কিনা অভিজ্ঞ একটু এই ফরম্যাটে।’
আর এই ম্যাচে হারের পেছনে এককভাবে বিজয়কে দায়ী করা ঠিক হবে না বলে মনে করেন শান্ত। দল হিসেবে বাংলাদেশ কলম্বোতে ভালো করতে পারেনি বলে দায় স্বীকার করেছেন সদ্য অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ব্যাটার, ‘দুর্ভাগ্যবশত সে ভালো করতে পারেনি, সুযোগ ছিল।
কিন্তু হ্যাঁ, এখন রেজাল্ট সে দিতে পারেনি দলের জন্য। এটা অবশ্যই হতাশার। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শুধু তার ওপর দোষ দেওয়াটা বোকামি হবে, দল হিসেবে আমরা এ ম্যাচটা ভালো খেলিনি।’
বিজয়ের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো, ফের সুযোগ পেলে সেটাকে ঠিকভাবে কাজে লাগানো। পরিসংখ্যান নয়, প্রয়োজন আন্তর্জাতিক মঞ্চে রান করা। শ্রীলংকা সিরিজে বিজয় ব্যর্থ হলেও শান্তর বিশ্বাস আবারও সুযোগ পেলে ভালো করবেন বিজয়।
শান্ত বলেন, ‘সুযোগ ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে ভালো করতে পারেনি। সে দলের জন্য রেজাল্ট দিতে পারেনি এটা অবশ্যই হতাশার। তবে আমি বিশ্বাস করি, সামনে যদি সুযোগ আসে সে ভালো কিছু করবে।’