কূটনৈতিক টানাপোড়েন: ভারত সফর ঘিরে অনিশ্চয়তা

প্রকাশ | ০১ জুলাই ২০২৫, ১২:৫১

যাযাদি ডেস্ক
ভারতের একটি ক্রিকেট স্টেডিয়াম-ফাইল ছবি

আগামী আগস্টে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, “আমরা এখনো ভারতের কাছ থেকে কোনো ফাইনাল কনফার্মেশন পাইনি। প্রাথমিক আলোচনা হয়েছিল, কিন্তু BCCI এখনো সিরিজ নিয়ে স্পষ্ট কিছু জানায়নি।”

আগস্টে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। 

বিসিবি সূত্রে জানা গেছে, খেলোয়াড় নির্বাচন, ক্যাম্প ও ভেন্যু প্রস্তুতির কাজও শুরু হয়েছিল। কিন্তু BCCI’র নিরবতায় পুরো পরিকল্পনা এখন ঝুলে গেছে।

বাংলাদেশ ক্রিকেটভক্তদের মধ্যে এই অনিশ্চয়তা ঘিরে তৈরি হয়েছে হতাশা। বিশেষ করে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং সিরিজের আগ্রহ অনেক ছিল।

ঢাকার এক ক্রিকেট ভক্ত বলেন, “ভারতের মাটিতে বাংলাদেশ খেলবে—এই আশায় বসেছিলাম। এখন আবার না খেলা হয় এমন হলে তো মজাই নষ্ট!”

বিশ্লেষকরা মনে করছেন, দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বাতিল হওয়ার পেছনে রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা না থাকলেও, ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্যস্ত সূচি এবং আর্থিক অগ্রাধিকারের কারণে এই ধরণের সিরিজ উপেক্ষিত হচ্ছে।

ক্রিকেট বিশ্লেষক আতাহার আলী খান বলেন, “বাংলাদেশ এখন আর ছোট দল নয়। ভারতের উচিত বন্ধুত্বপূর্ণ ক্রিকেট সম্পর্ককে গুরুত্ব দেওয়া। এটা শুধু খেলা নয়, দুই দেশের সম্পর্কের প্রতিফলন।”

বিসিবি আশা করছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই ভারতীয় বোর্ড থেকে আনুষ্ঠানিক সাড়া আসবে। তার আগে পুরো বিষয়টিই ঝুলন্ত অবস্থায় রয়েছে।

অগাস্টে ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এখনো BCCI থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, ফলে সিরিজ নিয়ে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে ক্রিকেট অঙ্গনে।