জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১২:২৫

যাযাদি ডেস্ক
ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো রিয়াল মাদ্রিদ।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার শেষ ষোলোতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গার্সিয়া।

প্রথমার্ধে উভয় দলই রক্ষণভাগে দৃঢ়তা দেখায়। যদিও ম্যাচের শুরুতে জুভেন্টাস আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করলেও রিয়াল ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ম্যাচের। প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। রিয়াল মাদ্রিদের ২২টি শটের মধ্যে ১১টি লক্ষ্যে থাকলেও গোল বঞ্চিত ছিল তারা। বিপরীতে, জুভেন্টাস মাত্র ছয়টি শট নিতে সক্ষম হয়, যার দুটি মাত্র ছিল লক্ষ্যে।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক রূপ নেয় রিয়াল। ম্যাচের ৫৪তম মিনিটে অ্যালেক্সান্ডার-আর্নল্ডের কাছ থেকে আসা নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন গার্সিয়া। এরপর সমতায় ফেরার একাধিক সুযোগ পেয়েছিল জুভেন্টাস, তবে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের অন্তিম মুহূর্তে মুয়ানিকে বক্সে ফাউল করা হয় বলে দাবি করে পেনাল্টির আবেদন জানায় জুভেন্টাস। তবে রেফারি কোনো সাড়া না দেওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলকে।

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল। পাঁচবারের এই চ্যাম্পিয়ন দল এখন এগিয়ে যেতে প্রস্তুত আরও একটি শিরোপার লক্ষ্যে।