টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৪:৫৭ | আপডেট: ০২ জুলাই ২০২৫, ১৫:২৯

ক্রীড়া ডেস্ক
প্রথম ওয়ানডেতে টসের মুহূর্তের ছবি

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে একটি ড্র করলেও শেষটিতে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ দল। এবার প্রিয় ফরম্যাট ওয়ানডে মিশন আজ বুধবার (২জুলাই) শুরু হচ্ছে। তবে শুরুর প্রথম ওয়ানডে ম্যাচে টসভাগ্য পাশে পায়নি টাইগাররা। 

 

কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর তাই শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

 

 কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হয় প্রথম ওয়াডে ম্যাচটি।


আজ বুধবার বাংলাদেশ দলের জন্য নতুন মিশন শুরু। দীর্ঘদিন পর বাংলাদেশ ওয়ানডে দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মাশরাফি বিন মর্তুজার কেউ। ১৮ বছর পর এই প্রথম পঞ্চপাণ্ডববিহীন ওয়ানডে একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল।


একাদশে কারা কলম্বোর মাঠে আজ অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটার পারভেজ হোসেন ইমন এবং বাঁহাতি স্পিনার তানভীল হোসেনের। বাংলাদেশ আজ তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। 
অপরদিকে শ্রীলংকাও আজ বুধবার তিন পেসার নিয়ে মাঠে নেমেছে। অভিষেক হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 


শ্রীলংকা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জেনিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, এহসান মালিঙ্গা ও আসিথা ফার্নান্ডো।