ভারত-পাকিস্তান ম্যাচ ৭ সেপ্টেম্বর
জানা গেল এশিয়া কাপের সূচি
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৬:১৩

ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে যে শঙ্কার মেঘ তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে। দ্য টাইম অব ইন্ডিয়ার খবর টুর্নামেন্ট শুরু হতে পারে ৫ সেপ্টেম্বর। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হতে পারে ২১ সেপ্টেম্বর।
বলা হচ্ছে, টুর্নামেন্টের সূচি প্রায় তৈরি করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর ওই সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ৭ সেপ্টেম্বর।
চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের রাজনৈতিক সংকটের প্রভাব ক্রিকেটেও বিদ্যমান। ক্রিকেটের লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হয় শুধু বড় টুর্নামেন্টে। খেলাটি মাঠে গড়ানো নিয়েও সংকট তৈরি হয় মাঝেমধ্যে।
এ বছরের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উভয় দেশ সামরিক সংঘাতে জড়ায়। রাজনৈতিক সংকটের কারণে ভারত থেকে দাবি ওঠে পাকিস্তানের সঙ্গে বৈশ্বিক টুর্নামেন্টসহ কোনো প্রতিযোগিতাতেই ম্যাচ না খেলার।
ভারত এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বলেও গুঞ্জন উঠেছিল। তবে এবার ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র খবরে এসেছে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। আয়োজক ভারত হলেও ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালের এশিয়া কাপ শুরু হতে পারে ৫ সেপ্টেম্বর। ১৭ দিনের এই টুর্নামেন্টটির পর্দা নামবে ২১ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ৭ সেপ্টেম্বর। টুর্নামেন্টটিতে আয়োজক ভারতসহ যেসব দেশ অংশ নিচ্ছে তারা নিজ নিজ দেশের সরকারের কাছে ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এশিয়া কাপের এবারের আসর হতে যাচ্ছে টি২০ ফরম্যাটে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে এবারের আসরে। গ্রুপ পর্বের সেরা চার দল যাবে ‘সুপার ফোর’-এ। সেক্ষেত্রে নকআউটে আরো একবার ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচটি হতে পারে ১৪ সেপ্টেম্বর।
টুর্নামেন্টের আয়োজক ভারত হলেও সেটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। ভারতসহ অংশ নিতে যাওয়া দেশগুলো তাদের সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার ব্যাপারেও ইতিবাচক অবস্থানে রয়েছে।
টুর্নামেন্টে অংশ নিবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে গ্রুপ পর্বের পর অনুষ্ঠিত হবে সুপার ফোর। তার মানে ভারত-পাকিস্তান লড়াই কমপক্ষে দু’বার দেখা যেতে পারে।
এদিকে, অফিসিয়াল সম্প্রচারক সনি ইতিমধ্যেই তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টুর্নামেন্টের একটি প্রচারনামূলক পোস্টার প্রকাশ করেছে।