মেক্সিকোর ক্লাবকে হারিয়ে শেষ আটে বরুশিয়া
প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ১৮:৩২

ফিফা ক্লাব বিম্বকাপে শেষ আটে ওঠার লড়াই দারুণভাবে জমে উঠেছ্। আর সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরেইকে। ফলে শেষ আটে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।
এর আগে জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় আজ বুধবার (২ জুলাই) সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বরুশিয়া।
ম্যাচের বয়স যখন মাত্র ১৪ মিনিট, তখনি প্রথম লিড পায় বরুশিয়া। করিম আদিয়েমির অ্যাসিস্টে বুন্দেসলিগার ক্লাবটির হয়ে গোল করেন সারহাউ গুইরেসি।
এর ১০ মিনিটের পরই ব্যবধান দ্বিগুণ করে বরুশিয়া। এবারও গোল করেন গুইরেসি। অ্যাসিস্টও সেই আদিয়েমির। গিনির স্ট্রাইকারের গোলে ২৪ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মান ক্লাবটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল শোধ করে ম্যাচে ফেরার সম্ভাবনা তৈরি করে মন্টেরে। কিন্তু সেই সম্ভাবনাকে আর বাস্তবে রূপ দিতে পারেনি মেক্সিকোর ক্লাবটি। ৪৮ মিনিটে জার্মান বারটারেমের সেই গোলটি মন্টেরে সান্ত্বনা পুরস্কার হিসেবেই থেকে যায়।
যদিও শেষ সময়ে রোমাঞ্চ ছড়ান অভিজ্ঞ সার্জিও রামোস। তার হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আর একটু বাঁক খেলেই হয়তো ম্যাচে সমতা ফিরত। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মন্টেরেই। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে শেষ আটে ওঠার টিকিট নিশ্চিত করে ডর্টমুন্ড।