ঋতুপর্ণাদের সতর্ক করলেন বাটলার

প্রকাশ | ০২ জুলাই ২০২৫, ২০:০৭

ক্রীড়া ডেস্ক
মিয়ানমারকে হারানোর পর ফ্রেমবন্দি হলেন বাংলাদেশ নারী দলের খেলোয়াড়, কোচ, টিম স্টাফরা

নারী এশিয়ান কাপের বাছাই পর্বে গ্রুপের চার দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুই দলকেই ধরাশায়ী করেছে বাংলাদেশ। তাতে ওমেন্স এশিয়ান কাপের বাছাই পেরিয়ে মূল পর্বে খেলার সম্ভাবনা জোরাল করেছে বাংলাদেশের মেয়েরা। 

 

তবে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের পথে সবচেয়ে বড় বাধা ডিঙানোর পর কোচ পিটার জেমস বাটলার সতর্ক। দলকে মনে করিয়ে দিয়েছেন, তুর্কমেনিস্তান ম্যাচ এখনও বাকি আছে।

 

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে তারা।

 

এই গ্রুপের চার দলের মধ্যে তুর্কমেনিস্তান (১৪১তম) ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে। তবে বাটলার এখনই উচ্ছ্বাসে ভেসে যেতে চান না। মিয়ানমার ম্যাচের মতো তুর্কমেনিস্তান ম্যাচও তিনি একই গুরুত্ব দিয়ে খেলতে চান।

 

তিনি বলেন,‘ “মিয়ানমারের টেকনিক্যালি ভালো ফুটবলার আছে, কিন্তু আমি মনে করি, আমাদের দমাতে গিয়ে তাদের সংগ্রাম করতে হয়েছে, তারা হতাশ হয়ে পড়েছিল। তবে (এই জয়ের পর) সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনয়ী থাকা, বিনম্র থাকতে হবে আমাদের। কেননা, কাজের অর্ধেক হয়েছে। বাকিটা শেষ করতে হবে।’

 

“পরের ম্যাচের প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে হবে আমাদের এবং বাহরাইন ও মিয়ানমার ম্যাচের প্রস্তুতি যেভাবে নিয়েছি, তাদের বিপক্ষেও একইভাবে প্রস্তুতি নিতে হবে। এখনও আমাদের অনেক কিছু পাওয়ার বাকি আছে। অনেক কাজ বাকি আছে। সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে।” আরও যোগ করেন বাটলার

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের জালে জোড়া গোল উপহার দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। ম্যাচ শেষের প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতুপর্ণার দিকে তাকিয়ে বাংলাদেশে মেয়েদের লিগ না চলা নিয়েও উষ্মা প্রকাশ করেন বাটলার।

 

“এই মেয়েদের আরও উঁচু পর্যায়ে খেলার সামর্থ্য আছে এবং আমি মনে করি, এখানকার সবাই সেটা জানেন। এটা দূর্ভাগ্যজনক যে, বাংলাদেশের লিগ চলছে না এবং এ কারণে তাকে ভুটানের ঘরোয়া লিগে খেলতে যেতে হয়েছিল। কিন্তু তার সৌদি আরব, মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোথাও মানসম্পন্ন লিগে খেলা উচিত। আমি আসলেই আশা করি, সে এগিয়ে যাবে এবং আরও বড় ও ভালো কিছু করবে। কেননা, এটা তার প্রাপ্য।”

 

তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করা মিয়ানমারের আক্রমণভাগ এদিন চিড় ধরাতে পারেনি বাংলাদেশের রক্ষণে। আফঈদা-কোহাতিদের দৃঢ় দেয়াল ভেদ করতে তারা পারে ম্যাচের শেষ দিকে। ডিফেন্ডারদের তাই আলাদাভাবে প্রশংসা করলেন বাংলাদেশ কোচ।

 

তিনি বলেন,‘ মিয়ানমার আমাদের ওপর তাদের পাসিং গেম চাপিয়ে দিতে পারেনি, তারা হয়তো এক-দুইবারই আমাদের আঘাত করতে পেরেছিল। সব মিলিয়ে বলব, পুরো কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের, মেয়েদের। আমি মনে করি, তারা দারুণভাবে রক্ষণ সামলেছে। খুবই ভালো করেছে।’

 

“আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জেতা এবং বাছাই পেরুনো। এখনও এক ম্যাচ বাকি আছে এবং আমি যদি ওই ম্যাচে ভালো ফল পাই, তাহলে নিশ্চিতভাবেই উদযাপন করব।” যোগ করলেন বাটলার।