অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি
হংকংকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের
প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৫:১৫

শ্রীলংকার বিপক্ষে আগের দিন প্রথম ওয়ানডেতে ৭৭ রানের বড় ব্যবধাণে হেরেছে শান্ত-মিরাজরা। আর এই হার পুরো দেশকে ডুবিয়েছে ভীষণ লজ্জায়। তবে শান্ত-মিরাজদের হতাশার পরের দিন এই বাংলাদেশকে সুখবর দিয়েছে অনূর্ধ্ব-১৮ হক দল। হংকংকে ৩-০ গোলে হারিয়ে এশিয়া কাপ হকিতে দারুণ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বীন ইসলামের জোড়া গোলে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছে বাংলাদেশের যুবারা। চীনের দাজহুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) হংকংয়ের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচের ২০ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২৬ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আবারও গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেন অমিত হাসান। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান তিনি। এরপর আর কোনো দলই গোল করতে না পারলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে পোল ‘বি’-তে আছে হংকং, চীন, শ্রীলঙ্কা ও পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৫ জুলাই মাঠে নামবে বাংলার যুবারা।
ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিচ্ছে এশিয়া কাপ হকিতে। আগামীকাল গ্রুপের প্রথম ম্যাচে মেয়েরা মাঠে নামবে জাপানের বিপক্ষে।