রোনালদোর বিশ্বাস হচ্ছে না জোটা আর নেই

প্রকাশ | ০৩ জুলাই ২০২৫, ১৮:০৮

ক্রীড়া ডেস্ক
পর্তুগালের হয়ে গোল উদযাপন করছেন রোনালদো ও জোটা-ফাইল ছবি

গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন লিভারপুল ও পর্তুগালের ফরোয়ার্ড দিয়েগো জোটা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণে বের হয়েছিলেন জোটা। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। 

 

দীর্ঘ দিনের প্রেমিকা রুতে কারদাসোর সঙ্গে প্রায় দুই সপ্তাহ আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন দিয়েগো জোটা। অনামিকায় পরা বিয়ের আংটি দেখিয়ে সেদিন একসঙ্গে দুজনে ছবিও তুলেছিলেন। অন্য ছবিতে সঙ্গে ছিলেন তাদের তিন সন্তানও।

 

আজ বৃহস্পতিবার যে স্পেনের প্রদেশ জামোরায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন জোটা। দুর্ঘটনার সময় তার ছোট ভাই আন্দ্রে সিলভাও মারা যান। ২৮ বছর বয়সি প্রয়াত লিভারপুল স্ট্রাইকারের মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। তার অকাল প্রয়াণে শোকবার্তা দিচ্ছেন ফুটবলাররাসহ ক্লাবগুলোও।

 

বাদ যাননি জোটার স্বদেশি ক্রিশ্চিয়ানো রোনালদোও। তার মৃত্যু মেনে নিতে পারছেন না পর্তুগিজ অধিনায়ক। সামাজিক মাধ্যমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য। এই তো আমরা জাতীয় দলে একসঙ্গে খেললাম, সবে বিয়েটা সারলে তুমি।

 

তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা এবং পৃথিবীর সমস্ত শক্তি তাদের জন্য কামনা করছি। জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে থাকো, দিয়েগো এবং আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।’ 

 

 জোটার মৃত্যু ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি।

 

গত জুনই পর্তুগালের নেশনস লিগ জয়ের সদস্য ছিলেন তিনি। নিজেদের স্ট্রাইকারকে হারিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘দিয়োগো জোতা এবং আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পুরো পর্তুগিজ ফুটবল সমাজ শোকস্তব্ধ। 


জাতীয় দলের হয়ে প্রায় ৫০টি ম্যাচ খেলা এই অসাধারণ খেলোয়াড় শুধু মাঠেই নয়, ব্যক্তি হিসেবেও ছিলেন অনন্য। সতীর্থ ও প্রতিপক্ষ সবাই তাকে সম্মান করত। আনন্দময় স্পিরিটের অধিকারী ছিলেন, আর নিজ সম্প্রদায়ে ছিলেন অনুপ্রেরণার প্রতীক... আমরা হারিয়েছি দুইজন চ্যাম্পিয়নকে। তাদের এই মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তাদের স্মৃতিকে সম্মান জানাতে যা যা করা সম্ভব, তা আমরা করব।’


প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল নিজেদের খেলোয়াড়ের মৃতুতে লিখেছে, ‘ দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর খবরে লিভারপুল শোকাহত। ক্লাবটি নিশ্চিত করেছে যে, ২৮ বছর বয়সি জোতা স্পেনে সড়ক দুর্ঘটনায় তার ভাই আন্দ্রের সঙ্গে প্রাণ হারিয়েছেন। 

 

এই শোকাবহ মুহূর্তে লিভারপুল মন্তব্য করার ভাষা হারিয়েছে এবং জোটা ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা রক্ষা করার জন্য সবার প্রতি অনুরোধ জানাচ্ছে—যাতে এই অকল্পনীয় ক্ষতির সঙ্গে তারা মানিয়ে নিতে পারেন। আমরা তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করে যাব।’