হাসারাঙ্গাকে থামাতে টাইগারদের যে পরিকল্পনা
প্রকাশ | ০৪ জুলাই ২০২৫, ২১:০০

কলম্বোয় প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ ওভার ৫ বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট। এটা সফরকারীরদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার বোলিং ফিগার। ভালো শুরুর পর এই লেগ স্পিনারকে সামলাতে গিয়েই ধস নামে বাংলাদেশের ইনিংসে। আর তাই এবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে হাসারাঙ্গাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘দেখুন-আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে গত ম্যাচের ব্যাপারে। সেখানে কোচ আমাদের কিছু তথ্য দিয়েছে। গত ম্যাচে আমরা যেভাবে ধসে পড়েছি সেখানে একটাই তথ্য—এরকম উইকেটে যারা থিতু হবে তাদের ম্যাচ শেষ করতে হবে। কারণ উইকেটে গিয়েই...নতুন ব্যাটারদের জন্য কঠিন।’
‘ওদের ভালো মানের স্পিনার আছে। তাদের বিপক্ষে ব্যাটিং করা....। যারা থিতু হওয়া ব্যাটার থাকবে তাদের কাজ হবে ইনিংস যত লম্বা করা যায়। হাসারাঙ্গার বিপক্ষে বাঁহাতি ব্যাটার যারা থাকবে তাদের বেশি খেলা উচিত। কারণ বাঁহাতিদের বিপক্ষে সে কম ইফেক্টিভ, যতটা ডানহাতি ব্যাটারদের বিপক্ষে। এরকম কিছু তথ্য আমাদের দেয়া হয়েছে যেগুলো সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি।’