আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ফ্লুমিনেন্স

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১০:৩৮

যাযাদি ডেস্ক
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ফ্লুমিনেন্স ২-১ গোলে জয় তুলে নেয়।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সৌদি আরবের তারকাবহুল দল আল হিলালকে হারিয়ে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের সেমিফাইনালে। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ফ্লুমিনেন্স ২-১ গোলে জয় তুলে নেয়।

প্রথমার্ধে দারুণ ছন্দে শুরু করে দুই দল। তবে ৪০তম মিনিটে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে আল হিলালের জালে বল জড়ান মার্তিনেলি। বিরতির আগ মুহূর্তে সমতায় ফেরার সুযোগ পেলেও আল হিলালকে বাঁচিয়ে দেন ফ্লুমিনেন্সের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিও।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরে আল হিলাল। ৫১ মিনিটে গোলমুখে তৈরি জটলার সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ১-১ করেন মার্কোস লিওনার্দো। তবে জয় নিশ্চিত করতে বেশি সময় নেয়নি ব্রাজিলিয়ান ক্লাবটি। ৭০তম মিনিটে হারকিউলিসের নিখুঁত ফিনিশিংয়ে ফের এগিয়ে যায় ফ্লুমিনেন্স। আর শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জয় নিশ্চিত করে দলটি।

ম্যাচ শুরুর আগে পর্তুগিজ তারকা ও লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিজয়ের পর ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, “এই জয় আমাদের জন্য বড় গর্বের। এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিযোগিতায় সেমিফাইনালে ওঠা সহজ ছিল না। দল দুর্দান্ত পারফর্ম করেছে।”

সেমিফাইনালে ফ্লুমিনেন্সের সম্ভাব্য প্রতিপক্ষ থিয়াগো সিলভার সাবেক ক্লাব চেলসি। তবে চেলসিকে আগে হারাতে হবে ব্রাজিলের আরেক শক্তিশালী ক্লাব পালমেইরাসকে। এ বিষয়ে সিলভা বলেন, “চেলসির মুখোমুখি হতে আমি মুখিয়ে আছি। তবে পালমেইরাসও কম না, তাদেরও সমান সম্মান জানাতে হবে।”