পারভেজ ইমনের প্রথম ওয়ানডে ফিফটি

প্রকাশ | ০৫ জুলাই ২০২৫, ১৬:২৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১৬:৩৫

ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন পারভেন হোসেন ইমন

কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে আগের ওয়ানডে ম্যাচেই অভিষেক হয়েছিল ওপেনার পারভেজ হোসেন ইমনের। সেদিন ওপেন করতে নেমে শুরু থেকে ধুঁকছিলেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। 

 

প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে লড়াই করে ছন্দ পেয়ে গেছেন তিনি। আজ শনিবার পারভেজ ইমন এক পর্যায়ে ২৪ বলে মাত্র ১২ রান থেকে এক পর্যয়ে ৪৬ বলে তুলে নিলেন নিজের ক্যারিয়ারে প্রথম ওয়ানডে ফিফটি। আর এই হাফ সেঞ্চুরি করার পথে এই তরুণ ৫ চারের সঙ্গে মেরেছেন ৩টি বিশাল ছক্কা।

 

প্রথম ওয়ানডে হারের পরই বাংলাদেশের ড্রেসিংরুমে সিদ্ধান্ত হয়েছিল, যারাই উইকেটে সেট হবেন, তারা যেন ইনিংস লম্বা করেন। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে নেমে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

উইকেটে সেট হয়েছিলেন ঠিকই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ১৯ বলে ১৪ রান করে উইকেট বিলিয়ে দিয়েছেন বাঁহাতি ব্যাটার। ইনিংসের ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছাকাছি মাহিশ থিকশানার হাতে ক্যাচ হন শান্ত।

শান্ত আউট হলেও অপরপ্রান্তে দারুণ ব্যাটিং করছেন পারভেজ হোসেন ইমন। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেছেন বাঁহাতি তরুণ ব্যাটার।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারের খেলা শেষে ২ উইকেটে ১১৯ রান। পারভেজ হোসেন ইমন ৬৭ আর তাওহিদ হৃদয় খেলছেন ৯ রান নিয়ে।


এর আগে আজ শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে লাল-সবুজবাহিনী।

প্রথম ওয়ানেডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করা তানজিদ হাসান তামিম আজ ব্যর্থ হয়েছেন। বাঁহাতি ব্যাটার সিরিজে টিকে থাকার লড়াইয়ে উইকেট বিলিয়ে দিয়েছেন ১১ বলে ৭ রানে থাকতেই।

ইনিংসের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোর স্লো বল কভারে খেলতে যান তানজিদ। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের দিকে। সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে নিচু হওয়া বল দারুণভাবে গ্লাভসবন্দি করেন মেন্ডিস। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।