শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয় পত্র
শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
  ২৩ জুলাই ২০২০, ০০:০০
অনাবাদি জমি

প্রশ্ন : 'উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে'- আলোচনা কর। উত্তর : যেসব অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলা হয়। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর কোনো অর্থবাচকতা নেই, শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলেই এদের অর্থদ্যোতকতা শক্তি দৃষ্ট হয়। উদাহরণ হিসেবে বলা যায়, 'অনা' একটি উপসর্গ। এর নিজের কোনো অর্থ নেই। কিন্তু 'আবাদ' শব্দের আগে 'অনা' শব্দটি ব্যবহৃত হয়ে 'অনাবাদ', অর্থাৎ 'আবাদ নেই যার' অর্থে ব্যবহৃত হয়েছে। তেমনই এটা আচারের আগে ব্যবহৃত হয়ে অনাচার (আচার বহির্ভূত অর্থে) এবং সৃষ্টির আগে ব্যবহৃত হয়ে অনাসৃষ্টি (অদ্ভুত অর্থে)। এরূপে ভিন্ন ভিন্ন অর্থদ্যোতকতা সৃষ্টি করেছে। সুতরাং, দেখা যাচ্ছে যে উপসর্গগুলোর নিজস্ব কোনো বিশেষ অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলেই এদের অর্থদ্যোতকতা বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয়। প্রশ্ন : নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর কর। ক) ১. ধনীরা প্রায়ই কৃপণ হয়। (জটিল) ২. অনেকের জীবনে প্রথমে দুঃখ আসে, পরে সুখ আসে। (সরল) ৩. বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক) ৪. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক) ৫. এজন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা না বলে পারে না। (অস্তিবাচক) ৬. বাংলাদেশের রাজধানীর নাম কী, তা জানতে চাই। (প্রশ্নবোধক) ৭. সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল) ৮. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক) উত্তর : ১. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়। ২. অনেকের জীবনে দুঃখের পরে সুখ আসে। ৩. তিনি বিদ্বান বটে, কিন্তু নিরহংকারী। ৪. মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। ৫. এজন্যই তোমাকে সবাই প্রিয়ংবদা বলে। ৬. বাংলাদেশের রাজধানীর নাম কী? ৭. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি। ৮. বিপদ ও দুঃখ একসঙ্গেই আসে। খ) ১. আমারও ইহাদের উপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক) ২. এসব কথা সে মুখে আনিতে পারিত না। (অস্তিবাচক) ৩. পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না। (প্রশ্নসূচক) ৪. তোমাকে এই কটা দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। (সরল) ৫. পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। (জটিল) ৬. সে অনেক চেষ্টা করে সাফল্য লাভ করেছে। (যৌগিক) ৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না। (অস্তিবাচক) ৮. যদি পরিশ্রম কর, তবে ফল পাবে (যৌগিক) উত্তর : ১. আমারও ইহাদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়। ২. এসব কথা সে মুখে আনিতে অপারগ। ৩. পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা কি করা যায়? ৪. তোমাকে এই কটা দিন মাত্র জানা সত্ত্বেও তোমার হাতেই ও রহিল। ৫. যদি ইচ্ছা থাকে, তা হলে পৃথিবীতে সবকিছুই করা সম্ভব। ৬. সে অনেক চেষ্টা করেছে, তাই সাফল্য লাভ করেছে। ৭. এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারা অসম্ভব। ৮. পরিশ্রম কর, তা হলে ফল পাবে। গ) ১. যদিও তিনি বিদ্বান, তবুও তার বিন্দুমাত্র অহংকার নেই। (সরল) ২. যে মিথ্যা কথা বলে, তাকে কেউ ভালোবাসে না। (সরল) ৩. কোথাও ধার পেলাম না বলে তোমার কাছে এসেছি। (সরল) ৪. যদি পাস করতে চাও, তাহলে পড়। (সরল) ৫. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল) ৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত কি এগিয়ে আসে? (না-বোধক নির্দেশাত্মক) ৭. আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক) ৮. ধনীরা কৃপণ হয়। (জটিল) উত্তর : ১. তিনি বিদ্বান হলেও নিরহংকারী। ২. মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। ৩. কোথাও ধার না পেয়ে তোমার কাছে এসেছি। ৪. পাস করতে চাইলে পড়। ৫. তোমাকে দেয়ার মতো আমার কিছু নেই। ৬. গাছটি ওপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না। ৭. আমরা বাধা দিতে অক্ষম ছিলাম। ৮. যারা ধনী, তারা কৃপণ হয়। ঘ) ১. সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবোধক) ২. তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। (যৌগিক) ৩. সে দরিদ্র বটে, কিন্তু সত্যবাদী। (জটিল) ৪. যারা জ্ঞানী, তারা সত্যিকার ধনী। (সরল) ৫. শীতে দরিদ্র মানুষের খুব কষ্ট হয়। (বিস্ময়সূচক) ৬. সে একটু বিস্মিত না হয়ে পারে না। (অস্তিবাচক) ৭. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ। (নেতিবাচক) ৮. শত্রম্নতা অনেকের সঙ্গেই থাকে, বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে। (সরল) উত্তর : ১. সরস্বতী কি বর দেবেন না? ২. তিনি ধনী ছিলেন, কিন্তু সুখী ছিলেন না। ৩. যদিও তিনি দরিদ্র, তথাপি তিনি সত্যবাদী। ৪. জ্ঞানীরাই সত্যিকার ধনী। ৫. শীতে দরিদ্র মানুষের কী কষ্ট! ৬. সে একটু বিস্মিত হলো। ৭. সন্দেহ থাকে না যে, তুলসীগাছটির কেউ যত্ন নিচ্ছে। ৮. অনেকের সঙ্গে শত্রম্নতা থাকলেও বন্ধুত্ব থাকে কম মানুষের সঙ্গে। ঙ) ১. ভুল সবাই করে। (প্রশ্নবোধক) ২. আমি এ সাক্ষী চাই না। (জটিল) ৩. যে ভিক্ষা চায় তাকে দান কর। (সরল) ৪. যখন বিপদ আসে, তখন দুঃখও আসে। (যৌগিক) ৫. তোমার নাম কী? (অনুজ্ঞাসূচক) ৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ আছে। (নেতিবাচক) ৭. তারা যাবে না কোথাও। (অস্তিবাচক) উত্তর : ১. সবাই কি ভুল করে? ২. আমি সেই ব্যক্তি যে এ সাক্ষী চাই না। ৩. ভিক্ষুককে দান কর। ৪. বিপদ ও দুঃখ একসঙ্গে আসে। ৫. তোমার নাম বলো। ৬. আমারও এদের ওপর সহোদর স্নেহ যে নেই তা নয়। ৭. তারা এখানেই থাকবে। চ) ১. ঈদের ছুটিতে আমরা বাড়ি যাব। (জটিল) ২. অন্ধকে আলো দাও। (জটিল) ৩. যারা দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসে। (সরল) ৪. তুমি আসবে এবং আমি যাব। (সরল) ৫. ফুল সবাই ভালোবাসে। (প্রশ্নবোধক) ৬. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক) ৭. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবোধক) উত্তর : ১. যখন ঈদের ছুটি হবে, তখন আমরা বাড়ি যাব। ২. যে অন্ধ, তাকে আলো দাও। ৩. দেশপ্রেমিকেরা দেশকে ভালোবাসে। ৪. তুমি আসবে আমি যাব। ৫. ফুল কে না ভালোবাসে? ৬. দৃশ্যটি কী সুন্দর! ৭. বাংলাদেশ কী একটি উন্নয়নশীল দেশ নয়?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে