মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যরকম ইতিহাসের সূচনা

বিনোদন রিপোর্ট
  ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
লুইপার সঙ্গে স্বামী আলমগীর হোসেন

এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী লুইপার স্বামী মো. আলমগীর হোসেনও এই সময়ের মেধাবী একজন সংগীতশিল্পী। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আলমগীর একজন ড্রামার হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন। কিন্তু বিগত দুই বছর ধরে আলমগীর সংগীতাঙ্গন নিয়ে একটি ভিন্ন রকমের স্বপ্ন দেখে আসছিলেন। মূলত ফোক গান নিয়েই ছিল আলমগীরের সেই স্বপ্ন। কিন্তু নানান ধরনের ব্যস্ততা এবং সর্বোপরি করোনায় বিপর্যস্ত সময়ের কারণে সেই পরিকল্পনা কিছুটা পেছাতে হলো আলমগীরকে। কিন্তু আর কতদিন এভাবে? তাই আলমগীর করোনার মধ্যেই অনেক চ্যালেঞ্জ নিয়ে নিজের সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন। বাংলাদেশের ফোক গানকে শিল্পীদের কণ্ঠে আবারও নতুন সংগীতায়োজনে তুলে ধরার মধ্য দিয়ে ইউটিউবে প্রকাশ করবেন। তবে এখানেই ব্যতিক্রম আলমগীর। গানটি ভিডিওতে ধারণ করার আগে আলমগীরের নিজস্ব স্টুডিওতে বসে শিল্পী এবং মিউজিশিয়ান প্রচলিত সুর ঠিক রেখে নতুন করে মিউজিক কম্পোজিশন করবেন। তারপর মোটামুটি সবাই প্রস্তুত হয়ে গেলে গানটির অডিও ভিডিও এক টেকেই ধারণ করা হয়। বাংলাদেশে এভাবে একটেকে গান রেকর্ড এবং মিউজিক ভিডিও নির্মাণ এবারই প্রথম। আর এই ঐতিহাসিক সূচনা হলো মিউজিশিয়ান আলমগীরের হাত ধরেই। কারণ তিনিই পুরো প্রজেক্টটির পরিচালক। এরই মধ্যে গেল ১৮ সেপ্টেম্বর 'এজেএস ক্রিয়েটিভ মিডিয়া' ইউটিউব চ্যানেলে আলমগীরের পরিচালনায় প্রথম ফোক গান 'গাড়িয়াল বন্ধুরে' প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন অংকন। আলমগীর জানান, আগামী কিছুদিনের মধ্যে ফকির শাহাবুদ্দিন, প্রতীক হাসান, আয়েশা মৌসুমী, ঝিলিক'র কণ্ঠেও এই চ্যানেলের 'ফোক টিউব' অনুষ্ঠানে একে একে তাদের কণ্ঠেও ফোক গান প্রকাশ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে