দলে বিশৃঙ্খলা দেখলেই অ্যাকশন: কাদের

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৭

যাযাদি রিপোটর্
জাতীয় নিবার্চনকে সামনে রেখে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক সফরের ‘ট্রেনযাত্রায়’ শনিবার দুপুরে পাবনার মুলাডুলি স্টেশনে পথসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের Ñযাযাদি

জাতীয় নিবার্চনের আগে গুরুত্বপূণর্ এই সময়ে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে দলের নেতাকমীের্দর সতকর্ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। তিন দিনের মধ্যেই শোকজ যাবে। দিনাজপুর যাবে, রাজশাহী যাবে, বরগুনা যাবে, সিলেট যাবে।’ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কোন্দলের খবর প্রকাশের প্রেক্ষাপটে শনিবার নীলসাগর এক্সপ্রেসে উত্তরাঞ্চল সফরের সময় টাঙ্গাইল রেল স্টেশনে যাত্রাবিরতির সময় এক পথসভায় এই হুশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি নেতাকমীের্দর সতকর্ করে আরও বলেন, ‘ঘরের মধ্যে ঘর বানানোর চেষ্টা করবেন না। মশারির মধ্যে মশারি টানানোর চেষ্টা করবেন না। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’ সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নিবার্চনেও আওয়ামী লীগকে বিজয়ী করার আহŸান জানান তিনি। টাঙ্গাইলের পর নাটোর রেল স্টেশনে পথসভায় কাদের আগামী নিবার্চনে নৌকায় ভোট দেয়ার আহŸান জানান। তিনি বলেন, ‘বিএনপিকে ভোট দেয়ার মতো কোনো কারণ কি তারা দেখাতে পারবেন? দেশে উন্নয়ন-অগ্রগতির এমন কী আছে, যা দেখে বিএনপিকে মানুষ ভোট দেবে। নেতিবাচক রাজনীতির কারণে তাদের জনপ্রিয়তা তিলে তিলে কমে গেছে। ‘আমি আপনাদের বলতে চাই, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে থাকবে। আমি আশা করি, নাটোরের বনলতা সেন নৌকা মাকার্য় ভোট দিতে ভুল করবে না।’ সরকারের জনপ্রিয়তা নেই বলে বিএনপি মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কাদের বলেন, ‘এই নাটোরে আজকে দেখেন কী অবস্থা, আসছি পথসভা করতে, হয়ে গেছে জনসভা।’ সকালে একদল কেন্দ্রীয় নেতাকে নিয়ে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসে চাপেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের। পথে টাঙ্গাইল ও নাটোরের পর বগুড়ার শান্তাহার, জয়পুরহাট, জয়পুরহাটের আক্কেলপুর, দিনাজপুরের বিরামপুর, ফুলবাড়ি, পাবর্তীপুর ও নীলফামারীর সৈয়দপুর স্টেশনে পথসভায় বক্তৃতা করেন তিনি। উত্তরাঞ্চলে এই সফরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ঢাকা-টাঙ্গাইল ট্রেন সাভির্স দ্রæতই চালু হবে টাঙ্গাইল প্রতিনিধি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-টাঙ্গাইল ট্রেন সাভির্স দ্রæতই চালু করা হবে। টাঙ্গাইল থেকে ট্রেন ঢাকা যাবে আবার টাঙ্গাইল আসবে। এ সেবা অতি দ্রæততম সময়ের মধ্যে চালু করা হবে। কোটা আন্দোলন সম্পকের্ মন্ত্রী বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। গুজব ছড়িয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস, নৈরাজ্যের পঁায়তারা চালাচ্ছে। বিএনপি এখন নিবার্চন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের গুজব ও ষড়যন্ত্র সম্পকের্ সতর্ক থাকবেন। বিএনপির সকল ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে প্রতিহত ও নিবার্চন সম্পন্ন করা হবে। টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের (ভিপি জোয়াহের) পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহ্মদ হোসেন, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসানসহ (ছোট মনির) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন উপজেলা ও সহযোগী সংগঠনের নেতাকমীর্। দুই মাসে কী করে মরা গাঙে জোয়ার আনবেন নাটোর প্রতিনিধি জানান, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া গত ১০ বছরে আন্দোলনের ডাক দিতে পারেননি। তাহলে আগামী দুই মাসে কী করে মরা গাঙে জোয়ার আনবেন। জনপ্রিয়তা যাচাই করে আগামী নিবার্চনে মনোনয়ন দেয়া হবে। শুধু ¯েøাগান দিয়ে কারও জনপ্রিয়তা যাচাই করা যাবে না। প্রত্যেকের জনপ্রিয়তার আমলনামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। সেই আমলনামা দেখেই যার জনপ্রিয়তা বেশি তাকেই মনোনয়ন দেয়া হবে। জনপ্রিয়তা যার বেশি তাদের কারও প্রতি অবিচার করা হবে না। তিনি শনিবার উত্তরবঙ্গে ট্রেন সফরের অংশ হিসেবে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে দুপুর ২-১৮ মিনিটি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে ২নং প্লাটফমের্ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় ১৬ মিনিটের বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহম্মুদ চৌধুরী এমপি ও বিএম মোজাম্মেল হক এমপি, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হাসান মাহম্মুদ এমপি, অসীম উকিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য ডাক ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জনমতের বিরুদ্ধে কোনো প্রাথীের্ক মনোনয়ন নয় পাবনা প্রতিনিধি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনমতের বিরুদ্ধে কোনো প্রাথীের্ক মনোনয়ন দেয়া হবে না। যারা জনগণের সঙ্গে দুবর্্যবহার করে, যার সঙ্গে মানুষ নেই, আওয়ামী লীগ তাদের মনোনয়ন দেবে না। শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশনে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু, সাধারণ সম্পাদক ও পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পযাের্য়র নেতারা। রক্তের বন্যা বয়ে যাবে আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে। আগামীতে উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মাকার্য় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ জন্য আওয়ামী লীগের সব নেতাকমীের্ক ভেদাভেদা ভুলে একসঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী শনিবার বিকাল ৪টায় বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড: শেখ কুদরত-ই-ইলাহী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড: হাসান মাহমুদ এমপি, বিএম মোজাম্মেল হক এমপি, অসীম কুমার উকিল, আহমেদ হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, আনোয়ার হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপু, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু প্রমুখ।