গৃহপালিত বিরোধী দল হতে চাই না: এরশাদ

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৭

যাযাদি রিপোটর্

জাতীয় পাটির্ (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কমীের্দর শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত।’ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়াসর্ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পাটির্র তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভায় এরশাদ এ কথা বলেন। সভায় আগামী ৬ অক্টোবর ঢাকার সোহরাওয়াদীর্ উদ্যানে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়। সভায় এরশাদ জানান, অক্টোবরে মহাসমাবেশের মাধ্যমে দলের নিবার্চনী কৌশল জানিয়ে দেয়া হবে। ৬ অক্টোবর লাখো মানুষের এ মহাসমাবেশ হবে। জাতীয় নিবার্চনের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওই মহাসমাবেশ থেকে আগামী নিবার্চনে তারা কী কৌশল নেবেন, তা জানিয়ে দেয়া হবে। জাতীয় পাটির্র সামনে ক্ষমতায় যাওয়ার সুযোগ এসেছে বলে দাবি করেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সভায় নেতা- কমীের্দর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা নিজেরাই এবার ক্ষমতায় যাব। জাতীয় পাটির্র সামনে ক্ষমতাসীন হওয়ার সুযোগ এসেছে। তাই এখন দলকে শক্তিশালী করে তুলতে হবে। যৌথসভায় জাতীয় পাটির্র কো-চেয়ারম্যান জি এম কাদের, সভাপতিমÐলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সাল চিশতি, সুনীল শুভ রায়, সৈয়দ আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় এরশাদ নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের শরিক ইসলামিক ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, খেলাফত মজলিশের মহাসচিব মাহফুজুল হক, বিএনএর সভাপতি সেকান্দার আলী, ইসলামী মহাজোটের সভাপতি আবু নাসের ওয়াহেদ ফারুক ছিলেন।