বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুইজন নিহত

নতুনধারা
  ২৭ অক্টোবর ২০২০, ১৭:৩০

নেত্রকোনা- মোহনগঞ্জ সড়কে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া নামক স্থানে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসার শিক্ষক ও অটোরিকশা চালক নিহত এবং তিনজন যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরোকোনা ইউনিয়নের নোয়ানগর গ্রামের ইউসুফ আলীর ছেলে সতরশ্রী মহিলা মাদরাসার শিক্ষক মুফ্তি জসিম উদ্দিন (৩৮) ও সিংহের বাংলা ইউনিয়নের বাংলা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে অটোরিকশা চালক কমল মিয়া (৩৬)।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশা চালক কমল মিয়া সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরোকোনা থেকে যাত্রী নিয়ে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। বাংলা বাজারের পশ্চিম পার্শ্বে নয়াপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে অটো যাত্রী মুফ্তি জসিম উদ্দিন ও অটো চালক কমল মিয়া ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজন অটো যাত্রীকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্ত্তি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, পুলিশ ট্রাকটিকে তাদের হেফাজতে নিয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে