রাসূল (সা.) কে অবমাননার প্রতিবাদে রাঙ্গাবালীতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২০, ২০:৫৬

আইয়ুব খান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধা ৬ টায় চরমোন্তা ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমানের আয়োজনে চরমোন্তাজ স্লুইস বাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরমোন্তাজ সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী মজিবুর রহমান শরীফ, মধ্য চরমোন্তাজ আল-মদিনা জামে মসজিদের ইমাম হারুন অর রশীদ, স্লুইস বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী আহমেদ, মোঃ বেল্লাল খান, জালাল খান, মোঃ সুমন হাওলাদার,মোঃ নেছার খান সহ চরমোন্তাজ ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমানগন।

বক্তারা বলেন ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।