সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সিসিইউতে সুজাতা ম বিনোদন রিপোর্ট 'রূপবান'খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা গুরুতর অসুস্থ। বুধবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর তাকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালটির সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নন্দিত অভিনেত্রীর জন্য দোয়াও চেয়েছেন তিনি। জায়েদ খান বলেন, 'হাসপাতালে ভর্তি হওয়ার পর সুজাতা ম্যাডামকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। টানা দুই দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন। সবার কাছে তার জন্য দোয়া চাইছি।' ষাটের দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া 'রূপবান' চলচ্চিত্রে মাত্র ১২ বছর বয়সে নায়িকার চরিত্রে অভিনয় করে তন্দ্রা মজুমদার নামের এক কিশোরী দর্শকের মন জয় করে নেন। পরিচালক সালাহউদ্দিন এই তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি 'রূপবান' হয়েই আছেন দর্শকের হৃদয়ে। তবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত 'ধারাপাত'-এর মাধ্যমে। বাসায় ফিরেছেন আজিজুল হাকিম ম বিনোদন রিপোর্ট টিভি নাটকের বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বুধবার বাসায় ফিরেছেন। রাজধানীর শ্যামলীর একটি প্রাইভেট হাসপাতালে গত ১০ নভেম্বর জরুরি ভিত্তিতে করোনা আক্রান্ত আজিজুল হাকিম দম্পতি ও পুত্র মুহাইমিন রিদোয়ান হাকিম (হৃদ) ডাক্তার মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিতে শুরু করেন। বাসায় থেকেই তারা চিকিৎসা গ্রহণ করছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের শারীরিক অবস্থার আকস্মিক অবনতির পরিপ্রেক্ষিতে জটিল ও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে লাইফ সাপোর্টে দিতে হয়। এ সময় দেশ-বিদেশের হাকিম ভক্তরা তার জন্য দোয়া করেন, তার সহকর্মীরাও তার জন্য দোয়া করেন। পরে চিকিৎসক ধাপে ধাপে চিকিৎসা কার্য পরিচালনা করেন। এ সময় কন?্যা নাযাহ হাকিম, জামাতা নাফিস ফুয়াদ শুভ, ভাগ্নে ডাক্তার জামিল ও ডাক্তার রবিন সার্বক্ষণিক আজিজুল হাকিমের সঙ্গে ছিলেন। ছিলেন ভাইবোনসহ আত্মীয়স্বজন। সবার প্রচেষ্টা ও দোয়ায় ক্রমে সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসা চলাকালীন যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন তাদের সবার প্রতি অসীম কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন আজিজুল হাকিম। তার পরিবারের আরও সুস্থতা চেয়ে দোয়া চান তিনি। আগামী দিনগুলোতে বিশ্রাম ও সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক মহিউদ্দিন আহমেদ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আন্তরিকতা ও সবার সেবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজিজুল হাকিম বলেন, 'আলস্নাহর অশেষ রহমতে আমি আমার পরিবারের কাছে, সবার কাছে সুস্থ হয়ে ফিরে এসেছি। যারা তাদের দোয়াতে আমাদের রেখেছিলেন তাদের কাছে ঋণী আমি। সেই সঙ্গে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কাছেও ঋণী। মানুষের ভালোবাসাই আমাকে সবার মধ্যে আবারও ফিরিয়ে নিয়ে এসেছে। করোনার চলমান পরিস্থিতিতে সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই সাবধানতা অবলম্বন করে চলবেন। ২৫ বছরে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ম বিনোদন রিপোর্ট বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)-এর রজতজয়ন্তী উপলক্ষে আগামী ২৮ নভেম্বর। এ উপলক্ষে ২০২০ সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনদের রজতজয়ন্তী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। সংগঠনের সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় সভাপতিত্ব করবেন অভি চৌধুরী। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান হলেন মিডিয়া ব্যক্তিত্ব বেনু শর্মা ও সদস্য সচিব সুমন পারভেজ।