রাজধানীতে হিযবুত তাহরীর সদস্য গ্রেপ্তার

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম- সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি সিপিইউ ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করেছে এটিইউ। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, গত ১৮ নভেম্বর এটিইউর অভিযানে রাজধানীর দক্ষিণখান থেকে হিযবুত তাহরীর ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের চার দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তাদের সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ওই তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরী ও গাজীপুর দক্ষিণ এলাকায় দায়িত্বশীল আসামি আল মাহমুদের সহযোগী সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার সৈয়দ ইসতিয়াক আহমদ কায়সার খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, লিফলেট বিতরণ, পোস্টারিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা, অনলাইনে সম্মেলন ও অনলাইনভিত্তিক প্রচারণা পরিচালনা করছিলেন। এছাড়া তারা রাষ্ট্রের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে বিভিন্ন সময়ে একত্রিত হয়ে ষড়যন্ত্র করতেন। এটিইউ জানিয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, সন্ত্রাসী কাজে সহযোগিতা, প্রচারণা, প্ররোচনা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর সংগঠনের সক্রিয় সদস্য হওয়ায় তাকে দক্ষিণখান থানায় গত ১৮ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।