সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ম যাযাদি রিপোর্ট শেরপুরের নালিতাবাড়ীতে শামছুল হক (৮০) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামে বৃদ্ধের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সূত্রে জানা গেছে, বৃদ্ধ শামছুল হকের ৩ ছেলে ও ৪ মেয়ে। তারা বিয়ে করে আলাদা থাকেন। তার স্ত্রী ফাতেমা বেগম ঢাকায় গার্মেন্ট কর্মীর কাজ করেন। বুধবার দুপুরে বৃদ্ধের মেয়ে কাইছমতি বেগম বাড়ির কাজের লোক হাসান আলীকে বাবার বাড়িতে পাঠান। তিনি ঘরে ঢুকে দুই পা বাঁধা অবস্থায় শামছুল হকের গলাকাটা মরদেহ দেখে আশপাশের লোকজন ডেকে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ শামছুল হকের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠান। অভিজিৎ হত্যা মামলায় চিকিৎসকের সাক্ষ্য ম যাযাদি রিপোর্ট অভিজিৎ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইবু্যনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালতে সাক্ষ্য দেন তিনি। এরপর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৪ সাক্ষীর মধ্যে ২৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আগামী ৭ ডিসেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। গত ১৩ মার্চ আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গত ১ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। ২০১৫ সালের ২৬ ফেব্রম্নয়ারি রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে অভিজিতকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পরে অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নয়জন ম যাযাদি ডেস্ক চট্টগ্রাম জেলার লোহাগাড়া, মিরসরাই ও পটিয়া এবং নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশ। বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার নয়জন হলো- মো. রুবেল (২৭), ওসমান গনি (৪৫), মো. মিজানুর রহমান (২০), মো. মিজানুর রহমান (৩৫), মো. মাসুদ (২৯), মো. মাসুম (২২) ও মো. রফিকুল ইসলাম প্রকাশ রফিক (২৭), মো. আব্দুল শুক্কুর (৩০) ও শারমীন আক্তার (৩২)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুই অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধার মৃতু্য ম যাযাদি রিপোর্ট শেরপুরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা শেফালি (৬০) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুর এলাকায় শেরপুর-নালিতাবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামের বাসিন্দা। নিহত বৃদ্ধা মৃত নূর ইসলামের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শেফালী বেগম নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা করে শেরপুর জেলা সদর যাচ্ছিলেন। পথে সুলতানপুর এলাকায় পৌঁছালে অপর এক সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।