বাংলাদেশে আসা হলো না ম্যারাডোনার

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২০, ০০:০০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ০০:০৮

ম ক্রীড়া ডেস্ক
বাংলাদেশি ভক্তদের সঙ্গে ম্যারাডোনা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারাডোনা আসতে চেয়েছিলেন বাংলাদেশে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আসার সম্মতিও দিয়েছিলেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার আগমনের যাবতীয় আয়োজনের ব্যবস্থাও নিচ্ছিল। তবে শেষ পর্যন্ত এ দেশে আর আসা হলো না ফুটবল কিংবদন্তির। গত ডিসেম্বরের শেষদিকে বাংলাদেশে ম্যারাডোনার আসা প্রসঙ্গে বাফুফে সভাপতি সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসতে আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে ম্যারাডোনা সম্মতি দিয়েছেন। উদযাপনের অংশ হিসেবে নানা রকমের আয়োজন থাকছে। তাই কবে কখন তিনি আসবেন সেটা এখনো নির্ধারণ করা হয়নি।' বাংলাদেশের কোটি ভক্ত রেখে গেছেন ম্যারাডোনা। প্রাণ ভরা ভালোবাসা পেলেও এদেশের সমর্থকদের দেখে যেতে পারলেন না তিনি। মুজিববর্ষের শুরুতেই দেখা দেয় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। তাই মুজিববর্ষের যাবতীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশে আর আসা হলো না ফুটবল কিংবদন্তির।