প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলা

মাটির তৈরি শিল্পকে কী বলে?

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে পুণার্ঙ্গ মডেল টেস্ট দেওয়া হলো মডেল টেস্ট সময় : ২-৩০ ঘণ্টা পূণর্মান : ১০০ প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১, ২, ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ : (পাঠ্যবইয়ের থেকে) মাটির তৈরি শিল্পকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। দোঅঁাশ মাটি তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো ঝরঝরে তাই এগুলো দিয়ে মাটিশিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তা-ও নয়। এর জন্য অনেক যতœ আর শ্রম দরকার। দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে এসব খুব সহজ। কারণ তারা বংশপরম্পরায় এ কাজ করে আসছেন। আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম। সবকিছুর আগে যেটা প্রয়োজন তা হলো একটা কাঠের চাকা। এ চাকায় নরম মাটির তাল লাগিয়ে লাগিয়ে নানা আকারের মাটির পাত্র ও নানা জিনিস তৈরি করেন কুমাররা। ১। প্রদত্ত শব্দগুলোর অথর্ লেখ : মৃৎশিল্প, শখ, কুমার, নকশা, টেরাকোটা, এঁটেল মাটি, কাঠের চাকা । ২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ : (ক) মৃৎশিল্প কী? (খ) এ শিল্পকে কেন মাটির শিল্প বলা হয়? (গ) কিভাবে টেপা পুতুল তৈরি করা হয়? নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নাম্বার ক্রমিক প্রশ্নের উত্তর দাও (পাঠ্যবইয়ের বাইরে) । ১৯৯৯ সালে ইউনেসকো ২১ শে ফেব্রæয়ারিকে ‘আন্তজাির্তক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দেয়। তখন থেকে বিশ্বব্যাপী ২১ শে ফেব্রæয়ারি আন্তজাির্তক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর সব মানুষের মাতৃভাষার প্রতি সম্মান জানানো হয় এইদিনে। ২১ শে ফেব্রæয়ারিতে পৃথিবীর সব মানুষই স্মরণ করে বাংলাদেশের ভাষা শহীদদের। বাংলাদেশে ২১ শে ফেব্রæয়ারি দিনটি সরকারি ছুটির দিন। শহীদদের স্মরণে এইদিন সরকারি-বেসরকারি ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। রাজপথ ও শহীদ মিনারে দৃষ্টিনন্দন আলপনা অঁাকা হয়। সবাই বুকে কালো ব্যাজ পরে খালি পায়ে হেঁটে শহীদ মিনারে গভীর শ্রদ্ধার সঙ্গে ফুল দিয়ে থাকেন। ভাষাশহীদদের স্মরণে গাওয়া হয় এই অমর সঙ্গীত- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি আমি কি ভুলিতে পারি।’ ৩। নিচে কয়েকটি শব্দ ও শব্দাথর্ দেয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানে উপযুক্ত শব্দটি লেখ: শব্দ শব্দাথর্ দিবস দিন অপর্ণ দেয়া বিশ্বব্যাপী পৃথিবীজুড়ে উত্তোলন ওঠানো স্মরণ মনে করা অমর মৃত্যুহীন (ক) আমরা শহীদদের শ্রদ্ধার সঙ্গে - করি। (খ) শহীদ দিবসে কালো পতাকা - করা হয়। (গ) ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় - । (ঘ) আন্তজাির্তক মাতৃভাষা দিবস - পালিত হয়। (ঙ) শহীদ মিনারে সবাই পুষ্পস্তবক - করে। ৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ। (ক) বাংলাদেশে ২১ শে ফেব্রæয়ারি কীভাবে উদযাপন করা হয়? (খ) ভাষাশহীদদের স্মরণে গাওয়া গানটিকে অমর বলা হয়েছে কেন? (গ) ২১ শে ফেব্রæয়ারির দিনটি বিশ্বব্যাপী পালিত হওয়ার কারণ কী? ৫। নিচের বাক্যগুলোর দাগ দেয়া শব্দের ক্রিয়াপদের চলিত রূপ উত্তরপত্রে লেখা (যে কোনো পঁাচটি) ক) আমি ফুটবল খেলা দেখিব। খ) এক সময় মাটির তৈজসপত্র তৈরি করতেন কুমাররা। গ) আগে বাংলাদেশের বেশির ভাগ মানুষ থাকত মাটির ঘরে। ঘ) আমার বাড়ি ঢাকা শহর হতে পঞ্চাশ মাইল দূরে গাবতলী গ্রামে। ঙ) বুড়ো লোকটির ছেলেকে পাঞ্জাবি মিলিটারিরা গুলি করে মেরেছে। চ) আমি ভোর বেলায় ঘুম থেকে উঠে পড়ি। ছ) আমি আমার বড় বোনের সঙ্গে বেড়াতে যাব। ৬। অনুচ্ছেদটি পড়ে (কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন) শব্দগুলো দিয়ে ৫টি প্রশ্ন তৈরি করে উত্তরপত্রে লেখ : মুসা ভতির্ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। এখানে পড়াশোনা করতে এসে বুকের মধ্যে পুষে রাখা স্বপ্নটা তাই ডানা ঝাপটাতে শুরু করল। অভিযানকে শিক্ষার অংশ করে তোলার ভাবনায়ই মুসার দিন কাটছিল। মনে মনে ঠিক করলেন, বিশ্ববিদ্যালয়ের পবর্ শেষ করেই তিনি এভারেস্ট বিজয়ের অভিযানে বেরিয়ে পড়বেন। ৭। যুক্তবণর্ বিভাজন করে বাক্যে প্রয়োগ কর। ঞ্চ, ঞ্জ, চ্ছ, ক্ষ, হ্ম। ৮। নিচের অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। ৯। এক কথায় প্রকাশ কর : রুপার মতো, পূবের্ ঘটেনি এমন, গবেষণা করেন যিনি, মমতা আছে নারীর, মেধা আছে যার। ১০। নিচের দাগ দেয়া শব্দগুলোর বিপরীত শব্দ লেখ : (ক) ছেলেটি দেখতে খুব সুন্দর। (খ) রংপুর শহর দেখতে ভারী চমৎকার। (গ) রাজু বই ক্রয় করল। (ঘ) রহিম সাহেবের ভারী অহংকার। (ঙ) লিমার অনেক বন্ধু আছে। ১১। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ (ক) সেগুলো কোনো বই-ই নয় যে বই জ্বালে ভিন্ন আলো সে বই তুমি পড়বে না সে বই তুমি পড়বে তোমাকে শেখায় বাসতে ভালো যে বই তোমায় দেখায় ভয় (খ) কবিতাংশটুকু কোন কবিতার অংশ তা লেখ। (গ) কবিতাটির কবির নাম কী? (ঘ) কোন বই পড়া উচিত নয়? কেন পড়া উচিত নয়? ১২। ফরম পূরণ : মনে কর তুমি আসিফ/এশা তুমি রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। পাঠাগার থেকে বই নেয়ার জন্য নিচের ফরমটি পূরণ কর। রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রংপুর তারিখ : নাম : শ্রেণি : শাখা : রোল নাম্বার : বইয়ের নাম : লেখকের নাম : বই গ্রহণের তারিখ : বই ফেরতের তারিখ : শিক্ষাথীর্র স্বাক্ষর ১৩। মনে কর, তুমি রুমা/রুমন। তোমার বাবা ময়মনসিংহে চাকরি করেন। তিনি জানতে চেয়েছেন তোমার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে। তা জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ। ১৪। যে কোন একটি বিষয় নিয়ে ২০০ শব্দের মধ্যে রচনা লেখ : (ক) শখের মৃৎশিল্প (সংকেত : মৃৎশিল্প কী, মৃৎশিল্পের উপকরণ, মৃৎশিল্পের অতীত অবস্থা, বতর্মান অবস্থা, উপসংহার)। (খ) একজন বীরশ্রেষ্ঠ (সংকেত : ভ‚মিকা, পরিচয়, ছেলেবেলা, শিক্ষাজীবন, কমর্জীবন, মুক্তিযুদ্ধে যোগদান, বীরশ্রেষ্ঠ উপাদি লাভ, উপসংহার)। (গ) বষার্কাল (সংকেত : ভ‚মিকা, বষার্র সময় বষার্র রূপ, বষার্র উপকারিতা, বষার্র অপকারিতা, উপসংহার)। (ঘ) শব্দদূষণ : (সংকেত : ভ‚মিকা, শব্দদূষণের কারণ, ক্ষতিকর দিক, প্রতিকারের উপায়, উপসংহার)।