সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর

বিরামচিহ্ন ২৩। একটি অপূণর্ বাক্যের পরে একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে? ক. ড্যাশ খ. কোলন গ. সেমিকোলন ঘ. পূণের্চ্ছদ সঠিক উত্তর: খ. কোলন ২৪। তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে? ক. দঁাড়ি খ. কোলন গ. কমা ঘ. ড্যাশ সঠিক উত্তর: গ. কমা ২৫। উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? ক. কমা খ. কোলন ড্যাশ গ. সেমিকোলন ঘ. ড্যাশ সঠিক উত্তর: খ. কোলন ড্যাশ ২৬। সমাথর্ ও বিপরীতাথর্ক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে? ক. কোলন খ. ড্যাশ গ. কোলন ড্যাশ ঘ. হাইফেন সঠিক উত্তর: ঘ. হাইফেন ২৭। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্নের ব্যবহার করা হয়? ক. ইলেক খ. ড্যাশ গ. কোলন ঘ. হাইফেন সঠিক উত্তর: ঘ. হাইফেন বানান ১। বাগ্ধ্ধনিকে বণর্ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেওয়ার প্রক্রিয়াই হচ্ছেÑ ক. ধ্বনি খ. বণর্ গ. শব্দ ঘ. বানান সঠিক উত্তর: ঘ. বানান ২। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি? ক. বষর্ণ খ. আকষর্ণ গ. শোষণ ঘ. পণ্য সঠিক উত্তর: ঘ. পণ্য ৩। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি? ক. মুদ্রণ খ. বিশ্রণ গ. নগণ্য ঘ. মসৃণ সঠিক উত্তর: গ. নগণ্য ৪। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি? ক. লবণ খ. পÐিত গ. ভাষণ ঘ. ভূষণ সঠিক উত্তর: ক. লবণ