মিজার্গঞ্জে ভাইরাস জ্বরের প্রকোপ

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মিজার্গঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মিজার্গঞ্জ উপজেলা শহরসহ গ্রামাঞ্চলের সবর্ত্র ভাইরাস জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলায় শিশু-কিশোরসহ সব বয়সের নারী-পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে। প্রচÐ গরম আর তাপমাত্রার ওঠানামার কারণে এই জ্বর দ্রæত বিস্তার লাভ করছে। এই উপজেলার দেড় সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু ভাইরাস জ্বরের শিকার হয়েছে। মিজার্গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুর রহমান শামীম জানান, প্রচÐ গরম ও বৈরী আবহাওয়ার কারণে ভাইরাস জ্বরের প্রোকপ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ জ্বর হলে কমপক্ষে ৩ থেকে ৫ দিন পযর্ন্ত ভুগতে হয়। এতে শরীর প্রচুর দুবর্ল করে। জ্বরাক্রান্ত রোগীকে বেশি করে পানি পান করতে হবে। জ্বর বেশি হলে রোগীর জন্য প্যারাসিটামল ট্যাবলেটই যথেষ্ট। সবোর্পরি ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের অবশ্যই পুষ্টিজাতীয় খাবার খেতে হবে।