লোক ও বিধানসভা ভোট একসঙ্গে করতে চান মোদি

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক লোক ও বিধানসভা ভোট এক সঙ্গে করা নিয়ে লাগাতার চাপ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা মনে করছে, এই চাপ বজায় রেখে গোটা দশেক রাজ্যে বিধানসভা ভোটের সঙ্গেই লোকসভার ভোট করিয়ে নিতে চাইছেন তিনি। সংবাদসূত্র : এবিপি নিউজ কংগ্রেসের এক নেতা বলেন, বছরের শেষে এমনিতেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মিজোরামে বিধানসভা ভোট। এসব রাজ্যে বিজেপির অবস্থা ভালো নয়। সেখানে পরাজয়ের আশঙ্কাতেই চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রæয়ারি পযর্ন্ত বিধানসভার সঙ্গে লোকসভার নিবার্চনটিও করিয়ে নিতে চাইছেন মোদি। বিজেপি শাসিত হরিয়ানা, ঝাড়খÐ, মহারাষ্ট্রেও আগামী বছর বিধানসভা ভোট। সেগুলোও লোকসভার সঙ্গে করা হতে পারে। তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাকেও এক সঙ্গে ভোটে রাজি করিয়ে নিতে পারেন মোদি। বিষয়টি আর শুধু ঘরোয়া আলোচনাতেই সীমাবদ্ধ নেই। লালুপ্রসাদের পুত্র তেজস্বী প্রকাশ্যেই বলেছেন, ‘নীতিশ কুমারকে ত্যাজ্য করে বিজেপি লোকসভার সঙ্গেই বিহারের ভোট করিয়ে নিতে পারে। তৈরি থাকুন।’ দেবগৌড়ার দলের দানেশ আলিও দিল্লিতে বলেন, ‘মোদি লোকসভা ও ১০টির বেশি রাজ্যে বিধানসভা ভোট করিয়ে নেয়ার ফন্দি অঁাটছেন।’