স্প্যানিশ কোচের পদ ছাড়লেন হিয়েরো

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ক্রীড়া ডেস্ক বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছিল স্পেন। কিন্তু ২০১০ আসরের চ্যাম্পিয়নদের বিশ্বকাপের স্বপ্ন যাত্রা থেমে যায় শেষ ষোলোতেই। দলের এমন ব্যথর্তার পর ফানাের্ন্দা হিয়েরো আর কোচের পদে থাকতে চান না বলে জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। স্পেন রাশিয়ায় পাড়ি দিয়েছিল কোচ হুলেন লোপেতাগির অধীনে। কিন্তু বিশ্বকাপ শুরুর দিন দুয়েক আগে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেন। বিশ্বকাপের পর সেই দায়িত্ব নিতেন তিনি। কিন্তু স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাদের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় এমনটি ভালোভাবে নেয়নি। তাই লোপেতাগিকে সরিয়ে স্পোটর্স ডিরেক্টর হিসেবে কাজ করা দেশটির সাবেক ফুটবলার হিয়েরোকে দায়িত্ব দেয়া হয় বিশ্বকাপে ডাগ আউট সামলানোর। তবে বিশ্বকাপের ব্যথর্তার পর কোচের দায়িত্বে থাকতে চান না তিনি।