থাইল্যান্ডের গুহা থেকে ৪ কিশোর উদ্ধার

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক থাইল্যান্ডে গুহার ভেতরে আটকে পড়া কিশোরদের মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। উদ্ধারের পর তাদের চিকিৎসা দেয়ার জন্য আগে থেকেই অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার প্রস্তুত করে রাখা হয়েছিল। সংবাদসূত্র: বিবিসি, আল-জাজিরা গত ২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। পরে বৃষ্টির পানিতে গুহা থেকে বের হওয়ার পথ ভেসে গেলে তারা নিরাপদ স্থানের সন্ধানে গুহার আরও ভেতরের দিকে চলে যেতে বাধ্য হয়। ৯ দিন পর তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার তৎপরতা শুরু করে থাই কতৃর্পক্ষ। এই তৎপরতা চালাতে গিয়ে একজন ডুবুরি মারাও গেছেন। শিশুদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ফুটবল কোচ অনুশীলনের পর কখনো তাদেরকে সঁাতারের জন্য নিয়ে যেতেন, আবার কখনো ভ্রমণে। এমনই একদিন ২৩ জুন, যেদিন তারা গুহায় ঢুকেছিল।