খালেদার মুক্তির দাবিতে আজ প্রতীকী অনশন

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোটর্ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আট ঘণ্টা প্রতীকী অনশন কমর্সূচির ঘোষণা দিয়েছে দলটি। আজ সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পযর্ন্ত ঢাকা মহানগর নাট্যমঞ্চে এই কমর্সূচি পালন করা হবে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। তিনি বলেন, এই কমর্সূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দেয়া হয়েছে। রুহুল কবির রিজভী বলেন, কমর্সূচির বিষয়ে পুলিশ ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাব। এই কমর্সূচিতে ২০ দলীয় জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীির্ত মামলায় গত ৮ ফেব্রæয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদÐ দেয়া হয়। ১০ বছর করে কারাদÐ দেয়া হয় খালেদা জিয়ার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে। রায় ঘোষণার পরই সাবেক এ প্রধানমন্ত্রীকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়।