যৌথ প্রযোজনায় মঞ্চনাটক

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ১০ জুলাই ২০১৮, ১৮:৫৯

বিনোদন রিপোটর্
এতদিন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় অনেক চলচ্চিত্র নিমার্ণ হয়েছে। এবার মঞ্চনাটক নিমির্ত হচ্ছে বাংলাদেশের মেঠো থিয়েটার এবং ভারতের কলকাতার জানির্ থিয়েটার যৌথভাবে মঞ্চে নিয়ে আসছে নাটক ‘পানিবালা’। নাটকটির রচয়িতা বদরুজ্জামান আলমগীর। অচিরেই ঢাকার মঞ্চে এবং পরে কলকাতার মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে বলে জানান মেঠো থিয়েটারের প্রধান শামীম আক্তার মুক্তা। তিনি বলেন, ‘নাটকের গল্পটি বতর্মান সমাজে ঘটে যাওয়া নানা বিষয়কে কেন্দ্র করে। এটি দশর্কদের মধ্যে নানা ভাবনা ও চিন্তার বিষয় উপস্থাপন করবে। আমরা সমাজকে বাসযোগ্য ও সুন্দর করার স্বপ্নে বিভোর। কী সেই স্বপ্ন। কী সেই পথ। প্রত্যাশিত নানা বিষয় এতে তুলে ধরা হয়েছে।’ ইতোমধ্যেই ‘পানিবালা’ নাটকে কাজ করার জন্য কলকাতার জানির্ থিয়েটারের সঙ্গে চ‚ড়ান্ত চুক্তিপত্র সম্পাদিত হয়েছে। মহড়া শেষ পযাের্য় রয়েছে। কিছুদিন আগেই ঢাকায় এসেছেন কলকাতা জানির্ থিয়েটারের মুকুন্দ চক্রবতীর্। তার সঙ্গে কলকাতার লেখক ও সাংবাদিক অভিক ভট্টাচাযর্ ও অভিনেতা জীবন চৌধুরীও এসেছেন। এসেই তারা নাটকটির মহড়ায় অংশ নিচ্ছেন।