ফরিদপুরের পিঁয়াজের বীজ ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

প্রকাশ | ১২ মার্চ ২০১৯, ০০:০০

ফরিদপুর প্রতিনিধি
প্রতি বছরের মতো এ বছরেও সারাদেশের পিঁয়াজের বীজের চাহিদা মেটাতে প্রস্তুত হচ্ছে ফরিদপুরের কৃষকের মাঠ। কৃষকের আশা, এ বছরও পিঁয়াজের বীজের বাম্পার ফলন হবে। তবে তারা বলছেন, যদি সরকারি হস্তক্ষেপে ন্যায্য মূল্য মিলে তবেই কৃষকের মুখে হাসি ফুটবে। জানা যায়, সারাদেশের পিঁয়াজের বীজের জন্য সুখ্যাতি রয়েছে ফরিদপুরের। আর তাই ফরিদপুরের ৯টি উপজেলার মধ্যে ৫টি উপজেলার কৃষকের মাঠে এখন এমনই মনোমুগ্ধকর দৃশ্য। তাহিরপুরী, ফরিদপুরী, বারী-১, লাল তীর কিং বীজ থেকে লাগানো এই পিঁয়াজ আবারো মাঠ থেকে বীজ হয়ে কৃষকের ঘরে আসবে মাত্র কয়েক সপ্তাহ পরই। কৃষকের আশা, এ বছর ১১ মেট্রিক টনের বেশি পিঁয়াজের বীজ উৎপাদন করতে পারবে তারা। পিঁয়াজের বীজের দেশের মোট চাহিদার শতকরা ৭৫ ভাগই সরবরাহ করে ফরিদপুর জেলা। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের পিঁয়াজ বীজ চাষি মো. বক্তার হোসেন খান বলেন, এই বছর বিশ বিঘা জমিতে পিঁয়াজ বীজের চাষ করছি। খুব ভালো হইছে খেত। আশা করছি ভালো মানের বীজ উৎপাদন হবে। ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া পিঁয়াজ বীজ প্রসঙ্গে বলেন, ফরিদপুর অঞ্চলের কালো সোনা খ্যাত পিঁয়াজ বীজ দেশের পিঁয়াজ উৎপাদনের অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, এবারও জেলায় বাম্পার ফলন হবে পিঁয়াজ বীজের। তিনি জেলার বেকার যুবকদের আরো বেশি করে পিঁয়াজ বীজের চাষের আগ্রহী হওয়ার জন্য আহ্বান জানান।