জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

ভারতে আসার নৌ-পথ আবিষ্কার করেন -

প্রকাশ | ১২ মে ২০১৯, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর

প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রথম অধ্যায় ১১। ১২০৬ সালে বখতিয়ার খলজির মৃতু্যর পর থেকে ১৩৩৮ সাল পর্যন্ত বাংলা জুড়ে - (র) মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে (রর) মুসলিম শাসনের অবসান ঘটতে থাকে (ররর) মুসলিম শাসন তিনটি প্রদেশে বিভিক্ত ছিল নিচের কোনটি সঠিক? (ক) র ও ররর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) রও ররর ১২। বঙ্গভঙ্গ আন্দোলনের ফলে বাঙালিদের মধ্যে পরিলক্ষিত হয় - (র) দেশপ্রেমের চেতনা (রর) শিক্ষার প্রতি উদাসীনতা (ররর) রাজনৈতিক সচেতনতা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (গ) রর ও ররর ১৩। ইংরেজ কোম্পানিগুলোর গভর্নর হিসেবে কে হুগলিতে আসেন - (ক) লর্ড ক্যানিং (খ) উইলিয়াম হেজেজ (গ) লর্ড হার্ডিঞ্জ (ঘ) ওয়ারেন হেস্টিংস সঠিক উত্তর : (খ) উইলিয়াম হেজেজ ১৪। মৌর্যদের পর ভারতে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? (ক) গুপ্ত (খ) মোঘল (গ) পাল (ঘ) সেন সঠিক উত্তর : (ক) গুপ্ত ১৫। বঙ্গভঙ্গের ফলে - (র) সাম্প্রদায়িক দ্বন্দ্ব স্পষ্ট হয় (রর) দ্বি-জাতি তত্ত্বের উদ্ভব হয় (ররর) মুসলিম লীগের জন্ম ত্বরান্বিত হয় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : (ক) র ১৬। বাংলা বিভক্ত হয় কত সালে? (ক) ১৮৫৭ সালে (খ) ১৯০৩ সালে (গ) ১৯০৫ সালে (ঘ) ১৯১১ সালে সঠিক উত্তর : (গ) ১৯০৫ সালে ১৭। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে? (ক) ১১৭৬ সালে (খ) ১২৭৬ সালে (গ) ১৩৭৬ সালে (ঘ) ১৪৭৬ সালে সঠিক উত্তর : (ক) ১১৭৬ সালে ১৮। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্য দিয়ে? (ক) ইসা খাঁর (খ) লক্ষণ সেনের (গ) গোপালের (ঘ) নবাব সিরাজউদ্দৌলার সঠিক উত্তর : (ঘ) নবাব সিরাজউদ্দৌলার ১৯। অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার ধারা প্রবর্তন করেন - (র) ডিরোজিও (রর) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ররর) রাজা রামমোহন রায় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) রর ও ররর ২০। ১৭৯১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (গ) সংস্কৃত কলেজ ২১। ভারতে আসার নৌ-পথ আবিষ্কার করেন - (ক) বখতিয়ার খলজি (খ) লর্ড কর্নওয়ালিশ (গ) শেরশাহ (ঘ) ভাস্কো-দা-গামা সঠিক উত্তর : (ঘ) ভাস্কো-দা-গামা