বকেয়া বেতনের দাবিতে না'গঞ্জে শ্রমিক অবরোধ

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার ফতুলস্নার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এভাবেই শুয়ে পড়ে অবরোধ করেন প্যারাডাইজ ক্যাবলের শ্রমিকরা -যাযাদি
নারায়ণগঞ্জের ফতুলস্নার প্যারাডাইজ ক্যাবলের চার শতাধিক শ্রমিক ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় নারী-পুরুষ শ্রমিকরা প্রচন্ড গরমে মাটিতে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা তাদের পাওনা বুঝে না পাওয়া পর্যন্ত রাস্তা থেকে সরে যাবেন না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনরত শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুলস্নার শিবুমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। তবে শ্রমিকরা কোনো ধরনের যানবাহন ভাঙচুর না করে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করেন। এদিকে শ্রমিকদের সড়ক অবরোধে নারায়ণগঞ্জের চাষাঢ়া হতে সাইনবোর্ড পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে নারায়ণগঞ্জ হতে ঢাকায় এবং ঢাকা হতে নারায়ণগঞ্জে প্রায় দুই ঘণ্টা সকল ধরনের যানবাহন প্রবেশ করতে পারেনি। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ৫ মাস ধরে প্যারাডাইজ ক্যাবলের প্রায় চার শতাধিক শ্রমিক বেতন না পেয়ে না খেয়ে জীবন যাপন করছেন। গত ৫ মাস যাবৎ বেতন না পাওয়ার কারণে বাসা ভাড়া দিতে পারছেন না। বাসা ভাড়ার জন্য বাড়ির মালিকরা ঘর ছেড়ে দিতে চাপ সৃষ্টি করছেন। স্ত্রী-সন্তানদের মুখে আহার তুলে দিতে পারছেন না। দোকানিরা বাকি টাকার জন্য অপমান করছেন। শ্রমিকদের কান্না কেউ দেখছেন না, কেউ শুনছেন না। শ্রমিকরা আরও জানান, বকেয়া বেতনের জন্য মালিকপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। একপর্যায়ে শ্রমিক নেতা পলাশও আমাদের নিরীহ শ্রমিকদের সাথে তালবাহানা শুরু করতে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের পাওনা না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন। শ্রমিক নেতা কবির হোসেন রাজু জানান, 'ফতুলস্নার কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী-পুরুষ মিলে চারশ' শ্রমিক রয়েছি। আমরা চলতি মাসসহ ৫ মাস ধরে কোনো বেতন ভাতা পাচ্ছি না। আমরা বহুবার মালিকের সাথে কথা বলার পরও কোনো সুরাহ করতে পারিনি। এ বিষয়ে মালিক পক্ষ নানাভাবে সময়ক্ষেপণ করে বেতন দিচ্ছে না। এতে বাধ্য হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।' ঘটনাস্থলে যাওয়া ফতুলস্না মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, '৫ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমাকেটে সড়ক অবরোধ করে। নারী-পুরুষ শ্রমিকরা রাস্তায় শুয়ে থেকে আন্দোলন করে। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে যতক্ষণ সময় সড়ক অবরোধ ছিল তাতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বর্তমান যানচলাচল স্বাভাবিক রয়েছে। তবে আমরা চেষ্টা করছি প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করতে।'