সংবাদ সংক্ষেপ

বিশালাকার তিমির ভয়ঙ্কর লাফ!

প্রকাশ | ১৫ মে ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
লাফিয়ে ওঠা হামবাক তিমি
মাঝ সমুদ্রে দেখা দিলো হামবাক প্রজাতির একটি বিশালাকার তিমি। ক্যালিফোর্নিয়ায় সাগরের মাঝখানে একটি ছোট নৌকার সামনে হঠাৎ করেই পানির উপরে লাফিয়ে ওঠে তিমিটি। এটি হঠাৎ করেই এমন ভয়ঙ্কর লাফ দিয়েছিল যে সামনের নৌকাতে আঘাত লাগতে পারত। তিমিটি কিছুটা দূরে ছিল বলেই অল্পের জন্য বেঁচে গেলেন ওই নৌকায় থাকা জেলে। তিমির দেখা পাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় ক্যালিফোর্নিয়ার মনটেরে উপসাগর। তিমি দেখতে সেখানে প্রচুর মানুষ ভিড় জমায়। কিন্তু বাজা সুয়েনো নামের ওই জেলে ভাবতেই পারেননি যে, তার ছোট্ট নৌকার সামনেই হাজির হবে বিশালাকার তিমি। পানির নিচ থেকে লাফিয়ে উঠছে তিমি এমন ছবিটি তুলেছেন ডোগলাস ক্রফট (৬০) এবং কেট কামিংস। তারা তিমি দেখার জন্যই সেখানে এসেছিলেন।