সৈয়দপুরে ভারতীয় শাড়িসহ আটক ১

প্রকাশ | ০২ জুন ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে চোরাই পথে নিয়ে আসা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় শাড়ি কাপড়, শাল, নগদ টাকাসহ প্রায় ২৮ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে র?্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা সৈয়দপুর শহরের বাঁশবাড়ি সাদরা লেন এলাকার বেলাল হোসেনের বাড়ি থেকে বিপুল ওই সব মালামাল উদ্ধার করে। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া ও উদ্ধার করা ওই সব মালামালের মালিক চোরাকারবারি কামরুলকে (৬২) আটক করা হয়। পরে উদ্ধার করা মালামাল জব্দ করে থানায় হস্তান্তর ও আটক কামরুলকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার রাতে র?্যাব বাদী হয়ে সৈয়দপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।